Web bengali.cri.cn   
ত্বককে রক্ষা বেশ কয়েকটি টিপস
  2012-07-19 19:36:29  cri

গ্রীষ্মকালে প্রবল রোদে কালো হয়ে যায় অনেকের ত্বক। কিভাবে কালো হওয়া থেকে ত্বককে রক্ষা যায়।

এক: ভিনেগার ও লবণ মিশ্রিত তরল

উপাদান: পানি, ভিনেগার, লবণ

পদ্ধতি: পানির মধ্যে ভিনেগার ও লবণ মিশান। পানি, ভিনেগার ও লবণ ৯:৩:১ অনুপাতে মিশ্রণ করতে হবে। মিশ্রণের পানিতে তোয়ালে ভিজিয়ে মুখে দিন। সকাল ও সন্ধ্যায় একবারে করে দিন। কয়েক দিনে সুফল পাবেন। আপনার মুখের ত্বক ফর্সা হবে এবং যাদের মুখে ব্রণ আছে, তারা এ সমস্যা থেকে রক্ষা পাবেন।

দুই: স্ট্রবেরি মাস্ক

উপাদান: স্ট্রবেরি, ডিম

পদ্ধতি: স্ট্রবেরি রস বানান। তারপর ডিমের সাদা অংশের সঙ্গে সে রস মিশান। প্রতি দু'-তিন দিনে একবার করে এ মাস্ক মুখ মাখান। এক মাসের মধ্যে আপনার মুখের ত্বক ফর্সা হবে।

তিন: মুক্তা গুড়ো মাস্ক

উপাদান: পানি, মধু ও মুক্তা গুড়ো

পদ্ধতি: পানি, মধু ও মুক্তা গুড়ো মিশ্রিত করুন। তারপর মুখে মাখান। বেশ কয়েকবার ব্যবহারের পর আপনার মুখ ফর্সা ও সুন্দর হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040