Web bengali.cri.cn   
এ বছর চীনে বিদেশী পুঁজি আহরণ বেড়েছে
  2012-07-13 13:36:06  cri

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াং ছাও ১০ জুলাই পেইচিংয়ে এক তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, বর্তমানে চীনে বিদেশী পুঁজি আহরণ একটি অপেক্ষাকৃত জটিল পরিস্থিতির মুখে পড়েছে। তবে মধ্যম ও দীর্ঘস্থায়ী সময়ের দিক থেকে দেখলে দেখা যায়, বিদেশী পুঁজি আহরণের ক্ষেত্রে এখনো চীনের অপেক্ষাকৃত প্রবল বহুমুখী প্রাধান্য রয়েছে। অনুমাণ করা হচ্ছে যে, এ বছর চীনে বিদেশী পুঁজি আহরণ স্থিতিশীলতার মধ্যে বাড়তে থাকবে। এবার শুনুন আমাদের নিজস্ব সংবাদদাতা কু ইং ইয়াংয়ের লেখা একটি প্রতিবেদন।

এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির মন্দাবস্থা এবং ইউরোপের ঋণ সংকট তীব্র থেকে তীব্রতর হওয়ার প্রভাবে চীনে বিদেশী পুঁজি বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ১.৯১ শতাংশ কমেছে। তাসত্ত্বেও পাশাপাশি কিছু কিছু অনুকুল অবস্থাও দেখা দিয়েছে। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, এ বছরের প্রথম পাঁচ মাসে চীন বাস্তবিকভাবে ৪৭ বিলিয়িন মার্কিন ডলার ব্যবহার করেছে। মে মাসে চীন বাস্তবিকভাবে ৯২০ কোটি মার্কিন ডলার ব্যবহার করেছে। এটা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় সামান্য বেড়েছে। এর আগে একটানা ৬ মাস ধরে মাসে মাসে এটা কমে আসছিল। মে মাসে এ অবস্থার অবসান ঘটেছে। ওয়াং ছাও বলেন,

বর্তমান পরিস্থিতিতে চীন সরকার অব্যাহতভাবে ইতিবাচক উন্মুক্ততার নীতি অনুসরণ করতে থাকবে এবং আরো ব্যাপক পর্যায়ে বিদেশী পুঁজি ব্যবহারের পদক্ষেপ নেবে। চীন সরকার তার পুঁজি বিনিয়োগের পদ্ধতি আরো সমৃদ্ধ করবে, পুঁজি বিনিয়োগের প্রণালী আরো সম্প্রসারণ করবে এবং তার উন্মুক্ততার ক্ষেত্রকে আরো বাড়াবে।

ওয়াং ছাও জোর দিয়ে বলেন, চীন নবোত্থিত কৌশলগত শিল্প, আধুনিক কৃষি, আধুনিক পরিসেবা শিল্প এবং জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ শিল্পে পুঁজি বিনিয়োগ করতে বিদেশী ব্যবসায়ীদেরকে উত্সাহিত করবে। চীন জোরেসোরে " মধ্য ও পশ্চিম চীনে বিদেশী পুঁজি বিনিয়োগের প্রাধান্যভিত্তিক শিল্পের তালিকা" প্রণয়ন ও কার্যকরী করছে, যাতে আরো বেশি বিদেশী পুঁজিকে সেসব এলাকায় আকৃষ্ট করা যায়। চীন সরকার পুঁজি বিনিয়োগকে সুবিধাজনক করে তুলছে, সংশ্লিষ্ট পরিচালনা কাঠামো সৃজনশীল করে তুলছে এবং পরিসেবার মান উন্নত করছে, যাতে বিদেশী পুঁজি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল,সুশৃংখল ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা যায়। ওয়াং ছাও বলেন,

বিশেষ করে এ বছরের শুরু থেকে চীনের কেন্দ্রীয় সরকার প্রবৃদ্ধি স্থিতিশীল করে রাখা এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর লক্ষ্যে ধারাবাহিক নীতি ও ব্যবস্থা নিয়েছে। এসব নীতি ও ব্যবস্থা বাস্তব ক্ষেত্রে ধাপে ধাপে ভূমিকা নিচ্ছে । এসব নীতি ও ব্যবস্থা চীনে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে বিদেশী ব্যবসায়ীদের আস্থা বাড়িয়েছে। আমার ধারণায় এ বছর চীনে বিদেশী পুঁজি বিনিয়োগ বাড়তে থাকবে।

পাশাপাশি ওয়াং ছাও বলেন, যদিও চীনের উপকরণের মূল্য বৃদ্ধি চীনে বিদেশী পুঁজি বিনিয়োগের ওপর কিছুটা প্রভাবে ফেলেছে, তবুও মোটের ওপর আন্তর্জাতিক অর্থনীতির পুনরুদ্ধারের মন্থর গতি, শিল্পোন্নত দেশগুলোর শিল্পের প্রত্যাবর্তন এবং নবোত্থিত বাজারভূক্ত দেশগুলোর পুঁজি আহরণের কাজ জোরদার করাসহ বহিরাগত উপাদান এখনো প্রধানত চীনে বিদেশী পুঁজি আহরণের ওপর প্রভাব বিস্তার করছে।

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে দেখা গেছে, বিভিন্ন আন্ত:দেশীয় কোম্পানির বেছে নেয়া সবচেয়ে আদুরে পুঁজি বিনিয়োগের স্বাগতিক দেশগুলোর মধ্যে চীন প্রথম স্থানে রয়েছে। এতে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে যে, বিদেশী পুঁজি বিনিয়োগকারীরা চীনের বাজার ও চীনে তাদের পুঁজি বিনিয়োগ সম্পর্কে আস্থাবান।

ওয়াং ছাও বলেন, পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নত করার ক্ষেত্রে চীন সরকার অনেক কাজ করেছে। চীনে নিরংকুশ বিদেশী পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান চীনের বাজার ও চীনে তাদের পুঁজি বিনিয়োগে প্রত্যয় প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040