
শান্তা মারিয়া, স্বর্ণা এবং ডাক্টার মানজুর আলম

সুপ্রিয় শ্রোতা, সরকারের গণ প্রশাসন নীতি সমাজের প্রায় সব নাগরিকের সঙ্গে জড়িত। আজকের খোলামেলা অনুষ্ঠানে আমরা গণ প্রশাসন নিয়ে আলাপ করবো। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা আর আমার সঙ্গে আছেন শান্তা মারিয়া। আজকের আলাপ আলোচনায় যোগ দিচ্ছেন চায়না ইউরোপ পাবলিক এডমিনিস্ট্রেশন রিফর্ম প্রোজেক্ট ২-এর মানবসম্পদ ও কৃতিত্ব মূল্যায়ন বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর মানজুর আলম।