Web bengali.cri.cn   
প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের  চীনের টেকসই উন্নয়নের কৌশল ব্যাখ্যা
  2012-06-22 16:31:47  cri

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২০ জুন থেকে ২৬ পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন অংশ নেন এবং ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও চিলি সফর করেন। চীনের পররাষ্ট্র উপ-মন্ত্রী সিয়ে হাং সেং ১৮ জুন সকালে পেইচিংয়ে বলেছেন, ওয়েন চিয়া পাওয়ের এবার লাতিন আমেরিকা সফরে তিনি চীনের ভবিষ্যত টেকসই উন্নয়নের কৌশল ব্যাখ্যা করবেন এবং চীন-লাতিন আমেরিকা সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাবেন। এবারে এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন:

চীনের পররাষ্ট্র উপ-মন্ত্রী সিয়ে হাং সেং এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন অংশ নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের লাতিন আমেরিকা সফরের প্রধান উদ্দেশ্য। তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন এবং টেকসই উন্নয়নের কৌশল এবং চীনের অর্জিত ফলাফল ব্যাখ্যা করেন। তিনি চীন সরকারের টেকসই উন্নয়নের আন্তর্জাতিক সহযোগিতার নীতি ও অবস্থান প্রচার করেন।

সিয়ে হাং সেং বলেন,

চীন আশা করে এবারের সম্মেলনের মাধ্যমে বিভিন্ন পক্ষ মতৈক্যে পৌঁছবে। আন্তর্জাতিক সহযোগিতা পুনরুদ্ধারের জন্য ইতিবাচক, স্পষ্ট তথ্য ছড়াবে যা বিশ্বের টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় নতুন শক্তি দেবে। রিও প্রতিজ্ঞা ও নীতি, বিশেষ করে 'অভিন্ন তবে পার্থক্য'য়ের নীতি মেনে, বিভিন্ন দেশের রাজনৈতিক ইচ্ছা এগিয়ে নিয়ে, ১৯৯২ সালের জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন এবং ২০০২ সালের টেকসই উন্নয়নের বিশ্বের নেতা পর্যায়ের সম্মেলনের চুক্তি ব্যাপকভাবে বাস্তবায়ন করবে।

তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন চীনের জাতীয় কৌশলে পরিণত হয়েছে। দারিদ্র্য বিমোচন করা, জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানো, জনসংখ্যা বৃদ্ধির হার স্থির রাখা এবং বনায়নের হার বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে তাক লাগানো সাফল্য অর্জন করেছে চীন।

সিয়ে হাং সেং বলেছেন,

এবার সম্মেলন হচ্ছে ১৯৯২ সালের জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন এবং ২০০২ সালের টেকসই উন্নয়নের বিশ্বের নেতা পর্যায়ের সম্মেলনের পর, টেকসই উন্নয়ন ক্ষেত্রে আরেকটি বৃহদাকার ও উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের ভিত্তিতে সবুজ অর্থনীতি ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থার কাঠামো নিয়ে আলোচনা হয় এ সম্মেলনে।

এবার টেকসই উন্নয়ন সম্মেলন অংশ নেওয়া ছাড়া, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও চিলি সফর করেন। এটি হচ্ছে ওয়েন চিয়া পাওয়ের প্রথম বারের মত লাতিন আমেরিকা সফর । সফরকালে তিনি চারটি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেন ওয়েন চিয়া পাও। তিনি আমন্ত্রণক্রমে জাতিসংঘ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিটির সদরদপ্তরে একটি ভাষণ দেবেন।

বর্তমান জটিল ও পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে, উন্নয়নশীল দেশগুলোর কেন্দ্রীভূত এলাকা হিসেবে, লাতিন আমেরিকার শক্তি ও প্রভাবের উন্নতি হচ্ছে। চীন-লাতিন আমেরিকা সম্পর্ক ব্যাপক ও দ্রুত উন্নয়ন বজায় রাখছে। সাম্প্রতিক বছরে দু'পক্ষের অভিন্ন প্রচেষ্টায়, দু'পক্ষের সহযোগিতা ব্যাপক, বিভিন্ন পর্যায়ে ও ক্ষেত্রের দিক থেকে উন্নত হয়েছে। ২০১১ সালে চীন ও লাতিন আমেরিকার বাণিজ্যিক পরিমাণ ২৪১.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে চীন। এর সঙ্গে সঙ্গে দু'পক্ষের পুঁজি, আর্থিক, কৃষি, প্রযুক্তি ও অবকাঠামো ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা এগিয়ে নিয়ে গেছে।

সিয়ে হাং সেং বলেন, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের এবার সফর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতা। চীন ও লাতিন আমেরিকার সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর গুরুত্বপুর্ণ তাত্পর্য আছে। (জিনিয়া ওয়াং)

দু পারের লোক বিনিময় দু পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া। আশা করি, আপনারা সবাই ভালো আছেন। এবারে শুনবেন দু পারের লোক বিনিময় দু পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে সম্পর্কিত একটি প্রতিবেদন।

১৬ জুন চতুর্থ তাইওয়ান প্রণালী ফোরাম ফু চিয়েন প্রদেশের সিয়া মেন শহরে শুরু হয়েছে। পর পর চার বছর ধরে অনুষ্ঠিত তাইওয়ান প্রণালী ফোরাম দু'পারের লোক বিনিময়ের বৃহত সভায় পরিণত হয়েছে। ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর দু'পারের লোক বিনিময় দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের 'ইঞ্জিন'এ পরিণত হয়েছে।

এবারে সি আর আই-র সংবাদাতা মা সিয়াও ইয়ে ফু চিয়েন প্রদেশের সিয়া মেন শহর থেকে পাঠানো বিস্তারিত প্রতিবেদন:

সাম্প্রতিক বছরে তাইওয়ান প্রণালীর দু'পারের লোক বিনিময় আরো বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পর্যায়, ক্ষেত্র, বিশেষ করে তৃণমুল মানুষের বিনিময় বৃদ্ধি পেয়েছে। দু'পারের শহর ও জেলার মধ্যে, শ্রমিক সংঘ, কৃষক সংঘ, জেলে সংঘ, জলসেচ সংঘ এবং মহিলা ও তরুণ-তরুণীর বিভিন্ন লোক সংস্থার মধ্যে কয়েক'শ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন বলেছেন, পরপর্তী দু'পারের উচিত লোক বিনিময়ের গুণগত মান ও পর্যায়কে উন্নীত করা এবং তৃণমুল মানুষের চাহিদা পূরণ করা।

তিনি বলেন,

বিভিন্ন পক্ষের বিনিময় ও সহযোগিতা কার্যকর হবে, বিষয়বস্তু সমৃদ্ধ হবে এবং পদ্ধতি উদ্ভাবনী হবে। যাতে দু'পারের লোক বিনিময় ও সহযোগিতা আরো ব্যাপক, গভীর, স্থায়ী ও স্বাভাবিক করতে পারে।

চীনের ডেমোক্র্যাটিক পার্টির ভাইস-চেয়ারম্যান হং সিউ চু বলেছেন, দু'পারের বিভিন্ন পক্ষের উচিত বর্তমানে বিনিময় ও সহযোগিতার ভাল অবস্থাকে বাড়ানোর চষ্টা করা।

হং সিউ চু বলেছেন,

দু'পারের মানুষ বৃহত্ সদিচ্ছা নিয়ে পরস্পরিক বিনিময় এবং মৈত্রী প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। যাতে ব্যবধান কমে, মতভেদ দূর এবং দু'পারের শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভিত্তি স্থাপন করা হয়।

দু'পারের মানুষের বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটর্ফম হিসেবে, চতুর্থ তাইওয়ান প্রণালী ফোরামের প্রধান আলোচ্য বিষয় 'লোক বিনিময় বৃদ্ধি, সহযোগিতা জোরদার, অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত্ব করা'। বিভিন্ন পর্যায়ের ২৯টি সাংস্কৃতিক, অর্থনেতিক ও বাণিজ্যিক তত্পরতা আয়োজিত হয়েছে। গত বছরগুলোর ফোরামের চেয়ে এবারের আরো বৈশিষ্ট্য হয়েছে। দু'পারের মানুষের মধ্যে আরো গভীর বিনিময় হবে।

চিয়া ছিং লিন বলেন,

আন্তরিকভাবে আরো বেশি তাইওয়ানবাসীকে স্বাগত জানাই। তারা মাতৃভূমির মূলভূভাগে এসে বিনিময় ও সফর করবেন। আমি আশা করি, দু'পারের লোক বিনিময় ও সহযোগিতা দু'পারের মানুষের আবেগ-অনুভূতির 'heart-to-heart bridge' এবং দু'পারের শান্তিপূর্ণ উন্নয়নের চালিকা শক্তিতে পরিণত হবে। (জিনিয়া ওয়াং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040