Web bengali.cri.cn   
সবুজ অর্থনীতির উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে চীন
  2012-06-15 10:08:43  cri

সবুজ ও নিম্ন-কার্বন অর্থনীতি বিশ্বের অর্থনীতির উন্নয়ন-প্রবণতায় পরিণত হয়েছে। উচ্চ ও নতুন জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও পণ্য সমাজে সার্বজনীন প্রচলিত করা এবং সবুজ ভোক্তা ধারণা চালু করার এ বিষয়ে চীন প্রপ্রচেষ্টা চালাচ্ছে, যাতে অর্থনৈতিক কাঠামো সুবিন্যস্ত এবং শিল্পকৌশলের রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। 'জ্বালানি সাশ্রয়, নিম্ন-কার্বন, সবুজ উন্নয়ন' শীর্ষক চীনের ২৩তম জ্বালানি সাশ্রয়ী প্রচারণা সপ্তাহ ১০ জুন চীনে শুরু হয়েছে। এ প্রচারণাণ সপ্তাহের কর্মসূচি হচ্ছে চীন সরকারের জনসাধারণের মধ্যে সবুজ ধারণার প্রচারণা কর্মসূচির একটি অংশ। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-মহাপরিচালক সিয়ে জেন হুয়া বলেছেন,

"বর্তমানে, সবুজ ও নিম্ন-কার্বন অর্থনীতি বিশ্বের অর্থনীতির উন্নয়ন-প্রবণতায় পরিণত হয়েছে। এ বছর চীনের জ্বালানি সাশ্রয় বিষয়ক প্রচারণা সপ্তাহের লক্ষ্য হচ্ছে সবুজ ও নিম্ন-কার্বন অর্থনৈতিক উন্নয়নের ধারণা সারা সমাজে ছড়িয়ে দেওয়া, জ্বালানি সম্পদের সাশ্রয় ও দূষিত পদার্থের নির্গমন কমানো, আবর্তনশীল অর্থনীতির উন্নয়ন, নিম্ন-কার্বন প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলা এবং সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, সাশ্রয়ী, সবুজ ও নিম্ন-কার্বন লাইফস্টাইল ফর্ম করে গড়ে তোলা।"

গত ৩০ বছরে চীনের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। তবে এজন্য জ্বালানি সম্পদের ক্ষয় এত বেশি হয়েছে যে, এ রকমের অর্থনৈতিক প্রবৃদ্ধির পদ্ধতি নিরন্তর ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে না। চীন সরকার সব সময় জোর দিয়ে বলছে যে, কাঠামো সুবিন্যস্ত করা এবং অর্থনৈতিক উন্নয়ন পদ্ধতির পরিবর্তন - এ দুটি ক্ষেত্রকে সরকার এগিয়ে নিয়ে যাবে।

আসলে সবুজ ও নিম্ন-কার্বন প্রযুক্তি ও পণ্য চীনের সমাজে যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে। এবার ২০১২ পেইচিং আন্তর্জাতিক জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ প্রদর্শনীতে দেশ-বিদেশ থেকে আগত ৩০৪টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজক কমিটির এক কর্মকর্তা জানান, এবার অংশগ্রহণকারীর সংখ্যা গত বছরের চেয়ে ৩০শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রদর্শনীর আয়তন ২০ হাজার বর্গ মিটার। অস্ট্রেলিয়া থেকে আগত একজন অংশগ্রহণকারীর নাম ম্যাথিউ জসেলিন। তাঁর একটি চীনা নাম আছে ইয়াং কুয়াং, মানে সূর্যালোক। এবারের পেইচিং আন্তর্জাতিক জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ প্রদর্শনীতে ম্যাথিউ তাঁর শিল্পপ্রতিষ্ঠানের নতুন পরিবেশ-সংরক্ষণ দ্রব্য প্রদর্শন করেছেন। তিনি চীনের নবোদিত নতুন শিল্প সম্পর্কে খুব আগ্রহী।

"চীন একটি বৃহত্ দেশ। বিশ্ব অর্থনীতিতে চীনের ব্যাপক অবদান রয়েছে। নবায়ন আর উদ্ভাবন চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ বিষয়টি নিয়ে এবারের প্রদর্শনীতে আমরা দেখতে পাই। আমরা এ বিষয়ে অনুপ্রাণিত।"

চীনের জ্বালানি সাশ্রয় বিভাগের পরিচালক লি ইয়াং জে বলেন, গতবারের প্রদর্শনীর চেয়ে এবার অংশগ্রহণকরী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা এবং কর্মতত্পরতা বেশি । 'দ্বাদশ পাঁচসালা পরিকল্পনা সময় হচ্ছে চীনের রূপান্তরসাধন ও সবুজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়।

"সবুজ অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে সারা সমাজে মতৈক্যে পৌঁছানো হয় যে, একটি সবুজ উন্নয়ন পথ অবলম্বন করতে হবে। সেজন্য সরকারের নীতি, শিল্পপ্রতিষ্ঠানের দ্রব্যপণ্য এবং সারা সমাজের প্রচেষ্টা প্রয়োজনীয়। পরিবেশ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের কর্মতত্পরতা। এছাড়া সংশ্লিষ্ট অর্থনৈতিক নীতির সমর্থনও গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সঙ্গে প্রযুক্তির নবায়ন আর উদ্ভাবনের মাধ্যমে সবুজ পণ্যের উত্পাদন ব্যয় হ্রাস করতে হবে, যাতে মানুষ তা ভোগ করতে পারে।"

সম্প্রতি চীন সরকার একটি নতুন নীতি চালু করেছে। এ নীতি অনুযায়ী, সরকার জ্বালানি সাশ্রয়ী দ্রব্যের প্রচারণায় ও জনপ্রিয় করে তোলার জন্য ৩০ বিলিয়ন ইউয়ান অর্থ ভাতাভর্তুকি দেবে। অনুমান করা হয়েছে যে, এর ফলে ভোক্তা চাহিদা ৪৫০ বিলিয়ন ইউয়ান বেড়ে যাবে।

ইউরোপের সমৃদ্ধির সঙ্গে চীনের কল্যাণের ওপর উচ্চ পর্যায়ের চীনা নেতাদের ভাষ্য

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৪ জুন ডেনমার্কে সফর শুরু করেছেন। ডেনমার্কের পর তিনি মেক্সিকো সফরে যাবেন। মেক্সিকো সফরকালে চীনা নেতা দেশটির লস কাবোসে অনুষ্ঠেয় জি-২০-র ৭তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। বিশ্বের জটিল ও পরিবর্তিত পরিস্থিতি এবং ইউরোপের ঋণ সংকটের অবনতি হওয়ার প্রেক্ষাপটে তাঁর এ সফরটি বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তারা ১১ জুন বলেছেন, ইউরোপের সমৃদ্ধি চীনের জন্য কল্যাণকর। চীন জি-২০-র সদস্য দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এক সাথে সংকট মোকাবিলা করতে এবং বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। এবারে শুনুন এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন:

এ বছরের শুরু থেকে চীন ও ইউরোপের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সফর বিনিময় বেড়েছে। চীনের কয়েকজন নেতা ইউরোপ সফর করেছেন। এবারে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ডেনমার্ক সফর হচ্ছে খুবই তাত্পর্যবাহী। কারণ চীন-ডেনমার্ক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬২ বছরে এই প্রথমবারের মতো চীনের কোনো সর্বোচ্চ নেতাকে অভ্যর্থনা জানাচ্ছে ডেনমার্ক। ১১ জুন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র উপমন্ত্রী সুং থাও বলেন, চীন-ডেনমার্ক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দু'পক্ষ নতুন পরিস্স্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং কার্যকর সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে প্রত্যাশা পোষণ করে। চীন আশা করে, এবারের সফরের মাধ্যমে ডেনমার্কের সঙ্গে তার পরস্পরিক আস্থার রাজনৈতিক সম্পর্ক জোরদার হবে, কার্যকর সহযোগিতা বৃদ্ধি পাবে, এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার উন্নয়ন বাড়বে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলোতে দু'পক্ষের সহযোগিতা উন্নততর হবে। তিনি আরো বলেছেন,

"ডেনমার্ক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের এ বছরের প্রথমার্ধের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র। ই ইউর বিষয়গুলো এবং ইউরোপের একীকরণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডেনমার্ক। সফরকালে প্রেসিডেন্ট হু চিন থাও আন্তর্জাতিক পরিস্থিতি ও এবং ইউরোপীয় ঋণ সংকট নিয়ে ডেনমার্কের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। আমরা আশা করি যে, দীর্ঘ মেয়াদে চীন ও ইউরোপের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের জন্য ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে ডেনমার্ক। আমরা বিশ্বাস করি যে, চীন ও ডেনমার্কের প্রচেষ্টায় প্রেসিডেন্ট হু চিন থাওয়ের এবারের সফর সফল হবে।"

বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিতে চীনের ভূমিকা নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ছুই থিয়েন খাই বলেছেন,

" চীন সব সময় ইতিবাচকভাবে জি-২০-র আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা, এবং বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা জোরদারের সহযোগিতায় অংশ নেয়, গঠনমূলক ভূমিকা পালন করে এবং গুরুত্বপূর্ণ অবদান রাখে।"

চীনের অর্থ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী চু কুয়াং ইয়াও ১১ জুন এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিভিন্ন পক্ষের উচিত এক সাথে বর্তমান সংকট মোকাবিলা করা। তিনি বলেন, চীন একটি শক্তিশালী ও স্থিতিশীল ইউরোপ দেখতে চায়ে এবং এর জন্য গর্ঠঠনমূলক ভূমিকা পালন করবে।

(জিনিয়া ওয়াং/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040