|
চীন-মার্কিন বাণিজ্য সমিতি তার কিছুদিন আগে প্রকাশিত "চীনের বাণিজ্যিক পরিবেশ সংক্রান্ত জরিপ রিপোর্টে" বলেছে, গত বছরের তুলনায় চীনের মেধা স্বত্ব সংরক্ষণের পরিবেশের সামান্য অবনতি হয়েছে। সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাজারের শৃংখলা বিভাগের মহাপরিচালক ছাং সিয়াও ছুন ১২ জুন এক সাংবাদিক সম্মেলনে সেই অসার উক্তির খন্ডন করেছেন। এখন শুনুন এ সম্পর্কে একটি প্রতিবেদন। পরিবেশন করছি আমি শি চিং উ।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাজারের শৃংখলা বিভাগের মহাপরিচালক ছাং সিয়াও ছুন ১২ জুন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীন-মার্কিন বাণিজ্য সমিতির রিপোর্ট চীনের বাস্তব অবস্থা ও চীন সরকারের প্রচেষ্টাকে উপেক্ষা করেছে। রিপোর্টটি ভিত্তিহীন ও অনুপযুক্ত।
ছাং সিয়াও ছুন বলেন, রিপোর্টটির ভেতরকার পরিসংখ্যান বিজ্ঞানসম্মত নয় এবং অধ্যাত্মীয় বিচারের ওপর নির্ভরশীল। রিপোর্টটিতে কেবল তালিয়ান ও উ হানসহ অল্প কয়েকটি শহরের ওপর জরিপ চালানো হয় বলে পরিসংখ্যানে কোনো বিজ্ঞানসম্মত সমর্থন থাকে না। তিনি বলেন, মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের এক জরিপ থেকে দেখা গেছে, সাক্ষাত্কার প্রদানকারী অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান মনে করে যে, মেধা স্বত্ব সংরক্ষণ ক্ষেত্রে চীন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দুপোন্ট কোম্পানিসহ চীন ও অন্যান্য দেশের নিরংকুশ শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা চীনের মেধা স্বত্ব সংরক্ষণ কাজে সম্মতি প্রকাশ করেছে। ছাং সিয়াও ছুন বলেন,
মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি জরিপ থেকে জানা গেছে, এতে অংশগ্রহণকারী ৫৭ শতাংশ সাক্ষাত্কার গ্রহণকারী প্রতিষ্ঠান মনে করে যে, গত কয়েক বছরে মেধা স্বত্ব লংঘন ও জাল পণ্য তৈরির ওপর আঘাত হানার ক্ষেত্রে চীন লক্ষ্যণীয় অগ্রগতি লাভ করেছে। চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয় ও সাধারণ শুল্ক বিভাগ মেধা স্বত্ব সংরক্ষণের কাজে যে প্রচেষ্টা চালিয়েছে এবং যে অবদান রেখেছে, তার জন্য দুপোন্ট কোম্পানি ও মোনসান্টো কোম্পানি তাদের কাছে চিঠি লিখে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এসব থেকে প্রমাণিত হয় যে, চীন ও অন্যান্য দেশের অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা চীনের মেধা স্বত্ব সংরক্ষণ কাজে সম্মতি জানিয়েছে।
ছাং সিয়াও ছুন জোর দিয়ে বলেন, চীনের বিভিন্ন স্তরের সরকার মেধা স্বত্ব সংরক্ষণ কাজের ওপর বিশেষ গুরুত্ব দেয়। চীনে বিশেষভাবে উপপ্রধানমন্ত্রী ওয়াং ছি শানকে গ্রুপ নেতা হিসেবে জাতীয় মেধা স্বত্ব লংঘন ও জাল পণ্য তৈরির ওপর আঘাত হানা সংক্রান্ত নেতৃগ্রুপ গঠন করা হয় এবং এ কাজকে বিভিন্ন স্থানীয় সরকারের কৃতিত্ব যাচাইয়ের একটি বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা হয়।
ছাং সিয়াও ছুন বলেন, এ বছরের শুরু থেকে মেধা স্বত্ব লংঘন ও জাল পণ্য তৈরির ওপর আঘাত হানার কাজে চীন ইতিবাচক সাফল্য অর্জন করেছে। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সারা দেশের সংশ্লিষ্ট বিভাগ ৭৮ হাজার ৭৭৩টি মেধা স্বত্ব লংঘন ও জাল পণ্য তৈরির ঘটনার মোকাবিলা করেছে।
অ্যাপেলের মেধা স্বত্ব লংঘন সংক্রান্ত সমস্যা সম্পর্কে ছাং সিয়াও ছুন বলেন,
অ্যাপেলের মেধা স্বত্ব লংঘনের সমস্যা এখন আইন বিচারের প্রক্রিয়ায় রয়েছে। অ্যাপেল এ ক্ষেত্রেও যথেষ্ট সহযোগিতা করেছে। চূড়ান্ত ফলাফল আদালতের রায়ের ওপর নির্ভর করবে। তবে আমরা মনে করি যে, অ্যাপেলের মতো এত একটি বড় কোম্পানি চীনের রচনাধিকার যে লংঘন করেছে, তাকে অনুমতি দেয়া হবে না। কোপানিগুলো যত প্রভাবশালী হোক না কেন, চীনে থাকলে চীনের আইন মেনে চলতে হবে। যে কোনো দেশ ও কোম্পানি হোক না কেন, মেধা স্বত্ব লংঘন করলে চীনের মনোভাব সবসময় বরাবর ও অবিচল থাকবে।
ছাং সিয়াও ছুন বলেন, ২০১২ সালে চীন সরকার কপিরাইট, খুচরা ওয়েবসাইট, রফতানি-আমদানি ও ওষুধসহ নানা ক্ষেত্রে মেধা স্বত্ব লংঘন ও জাল পণ্য তৈরির ওপর গুরুতর আঘাত হানার কাজ জোরদার করবে এবং আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |