Web bengali.cri.cn   
চীনে বাতাসের গুণগত মান বাস্তবায়নের নতুন ব্যবস্থা
  2012-06-08 09:52:18  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা , এখন শুনুন চীনে বাতাসের গুণগত মান বাস্তবায়নের নতুন ব্যবস্থা শিরোনামে একটি প্রতিবেদন । পরিবেশন করছি আমি শি চিং উ।

চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের সংগে সংগে পরিবেশগত সমস্যা ও জ্বালানি সাশ্রয় ও নির্গমণ হ্রাসের চাপ প্রকট থেকে প্রকটতর হচছে। চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী উ সিয়াও ছিং ৫ জুন বলেছেন, চীন অব্যাহতভাবে তার পরিবেশগত মান উন্নত করবে, বিশেষ করে জনসাধারণের জন্য উদ্বিগ্ন বাতাসের মান উন্নত করবে। বাতাসের গুণগত মান বাস্তবায়নের জন্য চীন নানা ধরণের ব্যবস্থা নিচ্ছে।

৫ জুন পেইচিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উ সিয়াও ছিং বলেন, পেইচিং ও শাংহাইসহ সারা দেশের ৭৪টি শহর আগামী ডিসেম্বর মাসের শেষ নাগাদ বাতাসের গুণগত মান পর্যবেক্ষণের আরো নতুন, আরো সার্বিক ও আরো পূর্ণাংগ তথ্য প্রকাশ করবে। তিনি বলেন,

আমরা পূর্ণাংগভাবে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছি। আমরা সময়মতো পরিবেশগত মান পর্যবেক্ষণের সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করবো। এ বছরের জুলাই মাস থেকে চীনের ৭৪টি শহরের সমস্ত রাষ্ট্রনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কেন্দ্র পর পর বাতাসের গুণগত মান পর্যবেক্ষণের তথ্যগুলো প্রকাশ করবে। আমাদের প্রকাশিতব্য পর্যবেক্ষণের তথ্যগুলো আরো সার্বিক ও পূর্ণাংগ হবে। একবারই সালফার ডাইঅকসাইড, ওজোন, পি এম-১০ ও পি এম-২.৫সহ ৬টি দূষিত পণ্যের তাত্ক্ষণিক ঘনত্ব প্রকাশ করা হবে। এভাবে পর্যবেক্ষণের বিভাগ আরো বেশি হবে এবং পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা আরো বাড়বে।

পি এম-২.৫ এর ওপর মনোযোগের কারণে এক সময়ের জন্য চীনের পরিবেশ সংরক্ষণ বিভাগ জনমতের নিবিড় দৃষ্টি আকর্ষণ করেছিল। বিশেষ করে গত বছরের শেষ দিকে চীনে মার্কিন দূতাবাস থেকে পেইচিংয়ের বাতাসের গুণগত মান পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য প্রকাশের পর। উ সিয়াও ছিং মনে করেন, আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ মহলের নিয়ম অনুসারে মার্কিন দূতাবাসের এ আচরণ বিজ্ঞানসম্মত ও যুক্তিযুক্ত নয়। উ সিয়াও ছিং বলেন, দেশ বিদেশের সহকর্মীরা সবাই এ সম্পর্কে অবহিত রয়েছেন। তিনি বলেন,

প্রথমত একটি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য দিয়ে একটি এলাকার বাতাসের গুণগত মানের মূল্যায়ণ করা একেবারেই বিজ্ঞানসম্মত নয়। তার তথ্যগুলোও সেই শহরের বাতাসের সামগ্রিক মানের প্রতিনিধিত্ব করতে পারে না। এ সম্পর্কে আমরা সংশ্লিষ্ট দূতাবাসের সংগে যোগাযোগ করেছি। আমাদের মতে তারাও সম্মত রয়েছে। যেমন যুক্তরাষ্ট্রে এক হাজারেরও বেশি পি এম-২.৫ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে এবং ফ্রান্সে রয়েছে ৭ শ'র মতো। তারা এসব কেন্দ্রের তথ্য দিয়ে সামগ্রিকভাবে শহরের বাতাসের মানের দৈনিক ও বার্ষিক হার প্রকাশ করে থাকে।

বাতাসের গুণগত মান পর্যবেক্ষণ ও প্রকাশের মান উন্নত করার জন্য চীন সরকার নানা ধরনের ব্যবস্থা নিয়েছে । চীন সারা দেশে রাষ্ট্রনিয়ন্ত্রিত ১ হাজার ৪৩৬টি বাতাস পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। এটি আগের চেয়ে ৫০ শতাংশ বেশি। পাশাপাশি সারা দেশের স্থানীয় পর্যায়ের ৪ হাজারেরও বেশি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপিত হয়েছে। উ সিয়াও ছিং বলেন, চাবিকাঠি স্থানীয় প্রযুক্তির প্রস্তুতিমূলক কাজও চালু হয়েছে। তিনি বলেন,

পি এম-২.৫ এর পরীক্ষামূলক পর্যবেক্ষণের অভিজ্ঞতার আলোকে আমরা পি এম-২.৫ এর পর্যবেক্ষণ যন্ত্রপাতির তুলনামূলক পরীক্ষাও চালিয়েছি এবং সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ্যাগত বিধি প্রণয়নের কাজ শুরু করেছি। পি এম-২.৫ পর্যবেক্ষ যুন্ত্রপাতি বসানো ও গুণগত মানের নিয়ন্ত্রণের কাজে আমরা স্থানীয় পরিবেশ সংরক্ষণ বিভাগগুলোকো পরামর্শ দিয়েছি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এ ক্ষেত্রে আমরা শিল্পোন্নত দেশগুলোসহ অন্যান্য দেশের অভিজ্ঞতা ও শিক্ষা গ্রহণ করেছি। এ বছর আমরা প্রধানত এ কাজ সম্পন্ন করেছি।

উ সিয়াও ছিং বলেন, সরকারের আর্থিক বরাদ্দ এবং সংশ্লিষ্ট প্রুযুক্তিবিদদের প্রশিক্ষণের কাজও পুরোদমে চলেছে। জনসাধারণের কাছে বাতাসের সঠিক তথ্য প্রকাশের জন্য বাতাসের মানের মূল্যায়ন প্রকাশের ব্যবস্থা চালু করা হবে। তিনি বলেন, নতুন মান অনুযায়ী বাতাস পর্যবেক্ষণের তথ্যগুলো আরো নিখুঁত ও বিধিসম্মত হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040