Web bengali.cri.cn   
কবি ও সাংবাদিক হাসান হাফিজের দেওয়া সাক্ষাত্কার
  2012-05-29 21:40:05  cri

 মূলত, রোমান্টিক ভাবনার কবি হিসেবেই হাসান হাফিজ বাংলদেশের পাঠক মহলে সমাদৃত। ১৯৫৫ সালে নারায়ণগঞ্জজেলার সোনারগাঁয়ের এলাহি নগরে তাঁর জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে বাংলা বিষয়ে এবং ১৯৮১ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ এখন যৌবন যার প্রকাশিত হয়।তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৪। এর মধ্যে কাব্যগ্রন্থের সংখ্যা ৩৩। প্রেমের কবিতার কবি হিসেবে বিখ্যাত হাসান হাফিজের কাব্যগ্রন্থগুলোর মধ্যে ভালোবাসা, তার ভাষা, তুমি বধূ অবিবাহের, সকল ডুবুরি নয় সমান সন্ধিত্সু, হাসান হাফিজের প্রেমের কবিতা, ভালোবাসার অগ্নিচুমুক, না ওড়ে না পোড়ে প্রেম, দূরে পাহাড়ের ঘুম ইত্যাদি পাঠকপ্রিয়তা পেযেছে। নব্বইয়ের দশকে একুশে বইমেলায় প্রকাশিত হাসান হাফিজের কার্ডে প্রেমের কবিতা বিপুল পাঠকপ্রিয়তা পায়। তাঁর কবিতায় প্রেম ও প্রকৃতি যেন এক হয়ে মিশে আছে। পেশাগত জীবনে হাসান হাফিজ সাংবাদিকতার দায়িত্বে নিয়োজিত। তিনি রিপোর্টার হিসেবে খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি আমার দেশ পত্রিকায় ফিচার সম্পাদক ও সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সুপ্রিয় শ্রোতা চলুন কথা বলা যাক কবি হাসান হাফিজের সঙ্গে।

সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা জানিয়ে ই-মেইল করতে পারেন আমাদের কাছে। এই অনুষ্ঠানে আপনারা কী শুনতে চান তাও জানাতে পারেন। আপনাদের পরামর্শ ও শুভেচ্ছা আমাদের প্রেরণা দেবে। তাহলে জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা।

ben@cri.com.cn

আবার কথা হবে আগামী সপ্তাহে, এই দিনে এই সময়ে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040