Web bengali.cri.cn   
চীনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ইতিবাচক অগ্রগতি
  2012-05-25 09:36:47  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, ২০১২ সালের চীনের জাতীয় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কর্ম সম্মেলন ২২ মে চীনের রাজধানী পেইচিংয়ে শুরু হয়। চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, চীন সরকার বরাবরই প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। গত পাঁচ বছরে চীনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। এখন এ সম্পর্কে চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা লি হুংয়ের লেখা একটি প্রতিবেদন শুনুন। পরিবেশন করছি আমি শি চিং উ।

চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি কান চিয়ে বলেন, বর্তমানে সারা দেশে ১৫টি প্রদেশ, কেন্দ্রশাসিত মহানগর ও স্বায়ত্তশাসিত অঞ্চল প্রাকৃতিক প্রদেশ গড়ে তোলার কাজ চালাচ্ছে এবং এক হাজারেরও বেশি জেলা প্রাকৃতিক জেলা গড়েতোলার কাজ চালাচ্ছে। এখন সারা চীনে ২ হাজার ৬৪০টি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা স্থাপিত হয়েছে। লি কান চিয়ে বলেন,

২০১১ সালের শেষ নাগাদ হংকং, ম্যাকাও ও তাইওয়ান বাদে চীনে ২ হাজার ৬৪০টি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা স্থাপিত হয়েছে। এগুলোর মোট আয়তন ১৪ লাখ ৯০ হাজার বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। এখন চীনের স্থল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকার আয়তন সারা দেশের মোট আয়তনের ১৪.৯৩ শতাংশ।

লি কান চিয়ে বলেন, গত পাঁচ বছরে চীনে জীব বৈচিত্র্য সংরক্ষণের কাজ জোরদার করা হচ্ছে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি পালনের কাজ জোরদার করা হচ্ছে এবং জীবের নিরাপত্তা পরিচালনার কাজেও অগ্রগতি হচ্ছে। একই সময় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য ক্ষতিপূরণ ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ পুরোদমে সামনে এগিয়ে যাচ্ছে এবং আঞ্চলিক প্রাকৃতিক সামর্থ্য সংরক্ষণের মানও আরো বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন স্থানীয় সরকারও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজ জোরদার করে চলেছে এবং এ ক্ষেত্রে ইতিচাচক সাফল্য অর্জন করেছে। সম্মেলনে অংশ নেয়া হাংচৌ শহরের পরিবেশ সংরক্ষণ ব্যুরোর প্রাকৃতিক বিভাগের পরিচালক লোও রোং ছিয়াং আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, গত বছর থেকে হাংচৌ শহর সার্বিকভাবে "তিনটি নদী ও নদীর দুই তীরের"প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও নির্মাণসহ ৬টি বড় প্রকল্প চালু করেছে। এ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নদীগুলোর উত্স ও প্রকৃতি সংরক্ষণ, নদীগুলোর দুই তীরের পরিবেশ সংস্কার এবং গ্রামাঞ্চলের পরিবেশ সংস্কার ইত্যাদি। বর্তমানে হাংচৌ শহরের প্রাকৃতিক পরিবেশের বিরাট পরিবর্তন ঘটেছে। লোও রোং ছিয়াং বলেন,

হাংচৌয়ের সবচেয়ে বিরাট পরিবর্তন হচ্ছে রূপান্তর। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক অর্থনীতির রূপান্তর। অর্থাত আগের পশ্চাতপদ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিম্ন জ্বালানি ক্ষয় ও উচ্চ ফলপ্রসূ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উন্নীত করা হয় এবং শহরের কেন্দ্রস্থলের সমস্ত দূষিত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শহরের উপকণ্ঠে সরিয়ে আনা হয়।

চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি কান চিয়ে বলেন, চীনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজে কিছু অগ্রগতি লাভ করলেও চীনের প্রাকৃতিক পরিবেশের নিরাপত্তার পরিস্থিতি এখনো অত্যন্ত গুরুতর রয়েছে, চীনের প্রাকৃতিক ব্যবস্থা এখনো স্থিতিশীল নয় এবং প্রাকৃতিক সামর্থ্য এখনো অবনতির প্রবণতা দেখা দিচ্ছে। সুতরাং চীনে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, পরবর্তীকালে চীনকে তত্বাবধানের কাজ জোরদার করতে হবে এবং কার্যকরভাবে জীব বৈচিত্র্য সংরক্ষণের কাজ উন্নত করতে হবে। ভবিষ্যতে চীন কৌশলগত ও কার্যক্রম পরিকল্পনা এবং "জাতিসংঘ জীব বৈচিত্র্যের দশকের চীনের কার্যক্রম ২০১২ সালের বিভিন্ন কাজ চালাবে। তিনি বলেন,

"চীনের জীব বৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত জাতীয় কমিটির ভূমিকা পরিপূর্ণভাবে প্রসারিত করতে হবে,জাতীয় জীবের বৈচিত্র্য পর্যবেক্ষণ ও পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ নিয়ে গবেষণা করতে হবে, প্রাকৃতিক ব্যবস্থার বহিরাগত প্রবেশকারী উপকরণের পরিবেশ পর্যবেক্ষণ ও পরিচালনার পদ্ধতি প্রণয়নের কাজ নিয়ে গবেষণা করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040