জনাব আব্দুল আওয়াল মিন্টু
আজকের আড্ডায় আছেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু। জনাব মিন্টুর জন্ম বাংলাদেশের ফেনি জেলায়। পড়াশোনা করেছেন চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি এবং নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে। ওই বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমুদ্র পরিবহণ বিদ্যায় বিএসসি ডিগ্রি এবং পরিবহণ ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার ব্যবসা বিস্তৃত রয়েছে ব্যাংকিং, রিয়েল এস্টেট, অটোমোবাইল, সিমেন্ট, শিপিং, স্পিনিং, আন্তর্জাতিক ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসনের পণ্য বিপণণ থেকে শুরু করে কৃষি খাত পর্যন্ত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন - অর্থাত্ এফবিসিসিআই-এর দু'বার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন তিনি।