চীনা চলচ্চিত্রের যাত্রা ১৯০৫ সালে। আধা-ঔপনিবেশিক ও আধা সামন্তান্ত্রিক যুগ, সংস্কার-সংগ্রাম যুগ, নয়াচীন প্রতিষ্ঠা যুগ, সাংস্কৃতিক সংস্কার যুগ, সংস্কার ও উন্মুক্ততার যুগ এবং সচ্ছল জীবনযাত্রার সমাজ প্রতিষ্ঠার যুগের মধ্য দিয়ে চীনা চলচ্চিত্র গতানুগতিক পর্ব থেকে আধুনিক প্রযুক্তি পর্বে উন্নীত হয়েছে। এসব যুগে বিশিষ্ট চীনা চলচ্চিত্র রয়েছে।
উনিশ শ' উনপঞ্চাশ সালে নয়াচীন প্রতিষ্ঠার পর ১৭ বছরে চীনে ব্যাপক বাস্তবমুখী ও রোম্যান্টিক চলচ্চিত্র তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে চীনা চলচ্চিত্রের জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন ভাবমূর্তি সৃষ্টি হয়েছে। এটি হলো চীনা চলচ্চিত্রের ইতিহাসের প্রথম জোয়ার।
গত শতাব্দীর নব্বইয়ের দশকে চীনা চলচ্চিত্রে অনেক সংস্কার হয়েছে। এর মধ্য দিয়ে চীনা চলচ্চিত্রের মান ও বৈচিত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। একবিংশ শতাব্দী ধরে চীনা চলচ্চিত্র বাজারে সরকারি, সমষ্টিগত ও বেসরকারি মালিকানা একসাথে উন্নত হচ্ছে। চীনা চলচ্চিত্র বাজারে যথাযথ উন্নয়ন হচ্ছে। বর্তমানে চীনা চলচ্চিত্রের টিকিট বিক্রির পরিমাণ গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে। ত্রিশটিরও বেশি চীনা চলচ্চিত্র চল্লিশোধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পুরস্কার অর্জন করেছে। (ছাই/এসআর)