|
বাংলাদেশের সিআরআই-এসএফএম কনফুসিয়াস ক্লাসরুম এর আগে রাজধানী ঢাকায় "Happy Chinese New Year : Chinese Film Festival" আয়োজন করে। বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত চাং সিয়ানই, বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী (---) ও বাংলাদেশের শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যক্ষ লিয়াকত আলী লাকীসহ ৪শ'রও বেশি মানুষ এবারের ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের আরটিভি, দেশ টিভি, এনটিভি ও "প্রথম আলো"সহ ২০টিরও বেশি গণ মাধ্যম এবং চীনের গণ মাধ্যম সিনহুয়া নেটওয়ার্ক, চায়না ডেইলি, চায়না নিউজ নেটওয়ার্ক, পেইচিং নিউজ নেটওয়ার্ক ও চায়না তিব্বত নিউজ নেটওয়ার্ক এবারের ফেস্টিভ্যাল সম্পর্কিত খবর প্রকাশ করেছে। এবারের ফেস্টিভ্যাল প্রথমবারের মত টিকিট বিক্রী করে ছিল এবং বাংলাদেশ দর্শকরা একে ব্যাপক স্বাগত জানায়।
এ উপলক্ষে আমরা এপ্রিল থেকে আগামী জুলাই মাস পর্যন্ত "আমার চীনা চলচ্চিত্র ভাল লাগে" জ্ঞান যাচাই প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে মোট দশটি প্রশ্ন থাকবে এবং বেতার, ওয়েবসাইট ও ম্যাগাজিনে একসাথে আয়োজিত হবে। আশা করি, সব বন্ধুরা অংশ নেবেন।
আপনারা আমাদের ঠিকানায় ও ইমেল ঠিকানায় প্রশ্নের জবাব পাঠাতে পারেন।
ঠিকানা: China Radio International
Shijingshan Road A16
Shijingshan District
Beijing, China 100040
ইমেল ঠিকানা: ben@cri.com.cn
ফোন নম্বর: 0086-01-68892420/68892299
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |