Web bengali.cri.cn   
সাহিত্যের খবর --- ১৫/০৫/২০১৫
  2012-05-15 21:38:38  cri
**নোবেলজয়ী জার্মান সাহিত্যিক গুন্টারগ্রাস সম্প্রতি বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছেন একটি কবিতা লিখে। এপ্রিল মাসে নামজাদা জার্মান পত্রিকা সুদ ডয়েশে সাইটুং এ কবিতাটি প্রকাশিত হয়েছে। কবিতার শিরোনাম ভাস গেসাগট ভেরডেন মুস। বাংলায় এর অর্থ যে কথা বলতেই হবে। কবিতার বিষয়বস্তু রাজনৈতিক। পরমাণু অধিকার প্রশ্নে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তার উল্লেখ করে ইসরায়েলের নিন্দা করেছেন গুন্টারগ্রাস। কবিতায় তিনি বলেছেন ইসরায়েল ও পশ্চিমাবিশ্বের ভন্ড কপট রাজনীতিতে তিনি ক্লান্ত। কবিতাটি প্রকাশিত হওয়ার পর থেকে জার্মান সাহিত্যের বিবেক বলে খ্যাত ৮৪ বছর বয়সী গুন্টার গ্রাসের পক্ষে বিপক্ষে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক আলোচনা হচ্ছে ও রাজনৈতিক বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। নাত্সীবাদের কঠোর সমালোচক গুন্টার গ্রাস সব সময়েই মানবতার পক্ষের স্পষ্টবক্তা হিসেবে পরিচিত।

**হ্যারি পটার সিরিজের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় শিশু সাহিত্যিক জে.কে.রাউলিং এবার বড়দের জন্য উপন্যাস লিখছেন । সম্প্রতি তিনি এই উপন্যাসের নাম ঘোষণা করেছেন। দ্য ক্যাসুয়াল ভ্যাকেন্সি শিরোনামের এই উপন্যাসটি সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে। প্রকাশনা প্রতিষ্ঠান লিটল ব্রাউন গ্রুপ বইটির আগাম বিজ্ঞাপনে বলেছে, রাউলিং এর এই নতুন উপন্যাসের প্রেক্ষাপট ইংল্যান্ডের একটি ছোট শহর প্যাগফোর্ডকে ঘিরে গড়ে উঠেছে। আপাতদৃষ্টিতে এই শহরকে শান্তিপূর্ণ বলে মনে হলেও এর সমাজের ভিতরে রয়েছে দ্বন্দ্ব। ছাত্র-শিক্ষক, স্বামী-স্ত্রী, সন্তান-অভিভাবক, ধনী-গরীবের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা কাহিনীতে টান টান উত্তেজনা সৃষ্টি করবে। রাউলিংয়ের এই নতুন বই পাঠক সমাজে ব্যাপক আলোড়ন তুলবে বলে আগাম ঘোষণা দিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানটি। (শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040