Web bengali.cri.cn   
বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজি আক্তার উদ্দিন আহমেদের সাক্ষাত্কার
  2012-05-15 21:34:53  cri

বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজি আক্তার উদ্দিন আহমেদ ও চীন আন্তর্জাতিক বেতারের সিনিয়র উপ-মহাপরিচালক ওয়াং মিং হুয়ার সঙ্গে বৈঠক করেন।

 চীন সরকারের আমন্ত্রণে ৩ থেকে ১১ মে পর্যন্ত বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজি আক্তার উদ্দিন আহমেদ চীন সফর করেন। সফরকালে তিনি চীন আন্তর্জাতিক বেতার পরিদর্শন করেন এবং সিআরআইয়ের সিনিয়র উপ-মহাপরিচালক ওয়াং মিং হুয়ার সঙ্গে বৈঠক করেন।

তিনি এই প্রথম বার চীন সফর করেন। তবে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে তাঁর পরিচয় শুরু হয়েছে 'রেডিও পিকিং' এর যুগ থেকে।

তিনি সিআরআইয়ের বাংলা বিভাগের সংবাদদাতাকে এক বিশেষ সাক্ষাত্কার দেন। সাক্ষাত্কারে আমরা তাঁর চীন সফরের অনুভূতি, বাংলাদেশের বেতার ব্যবস্থার উন্নয়ন আর দু'বেতারের সহযোগিতার ভবিষ্যত নিয়ে আলোচনা করেছি।

বন্ধুরা, বাংলাদেশ বেতারের মহপরিচালক কাজি আক্তার উদ্দিন আহমেদের দেওয়া এই সাক্ষাত্কারের রেকর্ডিং শুনুন। (ইয়ু)

বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজি আক্তার উদ্দিন আহমেদ আর সিআরআই'র বাংলা বিভাগের কর্মীদের সঙ্গে আছেন

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040