|
ফয়জুল আলম পাপ্পুর জন্ম ১৯৬৫ সালের ৫ ফেব্রুয়ারি পুরান ঢাকায়। ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তিনি। নব্বইয়ের সাংস্কৃতিক আন্দোলনে তিনি ছিলেন সক্রিয় অংশগ্রহণকারী। দেশের অন্যতম সেরা আবৃত্তি সংগঠন প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের আবৃত্তি প্রশিক্ষক ও বিচারকের দায়িত্ব পালন করছেন নিয়মিত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪। সাগর ছুঁয়েছে আকাশ আমি তোমাকে এই কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বাংলা একাডেমীর তরুণ লেখক প্রকল্প পুরস্কার। নব্বইয়ের দশক থেকে নিয়মিত সম্পাদনা করে যাচ্ছেন পৃথিবীর ক্ষুদ্রতম কাব্য সংকলন ঘেউ।
আবৃত্তি প্রশিক্ষক হিসেবে ২০০৫ সালে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সাহিত্য সম্মাননা ক্রেস্ট। সুপ্রিয় শ্রোতা আসুন কথা বলি ফয়জুল আলম পাপ্পুর সঙ্গে।
সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা জানিয়ে ই-মেইল করতে পারেন আমাদের কাছে। এই অনুষ্ঠানে আপনারা কী শুনতে চান তাও জানাতে পারেন। আপনাদের পরামর্শ ও শুভেচ্ছা আমাদের প্রেরণা দেবে। তাহলে জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ben@cri.com.cn
আবার কথা হবে আগামী সপ্তাহে, এই দিনে এই সময়ে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |