Web bengali.cri.cn   
ফলাহীন বৈদ্যুতিক পাখা
  2012-05-04 20:41:46  cri
ফলা বা ব্লেডবিশিষ্ট বৈদ্যুতিক পাখা বেশ পুরনো প্রযুক্তি এবং প্রায় সবাই এটা সম্পর্কে জানেন। তবে ক'বছর ধরে বাজারে চলছে নতুন প্রযুক্তির ফলাহীন পাখা। এটিকে এয়ার কুলিং বা বায়ু ঠাণ্ডাকরণ পাখাও বলা হয়। এই পাখা সম্পর্কে এখনও অনেকে তেমন অবগত নন এবং এটা সবখানে পৌঁছায়ওনি। এই পাখা থেকে ফলাবিশিষ্ট পাখার মতো বাতাস পাওয়া গেলেও এতে নেই দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে শিশুদের জন্য এই পাখা খুব নিরাপদ। ফলাওয়ালা টেবিল বা দেওয়াল পাখার তুলনায় পাতলা এই পাখা দেখতে বেশ ফ্যাশনেবল; ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে এটি। সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি এ পাখা দেওয়ালে স্থাপন করা যায়, আবার টেবিলের ওপর বসিয়েও রাখা যায়।

ফলাহীন পাখা জেট ইঞ্জিনের মতো কাজ করে। এটি পিছনের দিক থেকে বাতাস টেনে নিয়ে ১৫ থেকে ১৮ গুণ গতিতে সামনের দিকে ঢেলে দেয়। একটা মাঝারি আকারের ফলাহীন পাখা প্রতি সেকেন্ডে ৫ থেকে ৬ গ্যালন বাতাস টেনে নেয় এবং জেট ইঞ্জিন প্রযুক্তির মাধ্যমে বাতাসের গতিবেগ বাড়িয়ে সামনে ধাবিত করে। ফলা নেই বলে এই পাখার বাতাস যেমন নিস্তরঙ্গ, তেমনি এটি পরিস্কার করা খুব সহজ। এই পাখার প্রধান অংশ অর্থাত্ প্রপেলার গোল, খাড়া বা হৃদপিণ্ড আকৃতিরও হয়। গোল বা হৃদপিণ্ড আকৃতিরও প্রপেলার হয় সাধারণত ১০ থেকে ১২ ইঞ্চি ব্যাসের। আর খাড়া প্রপেলারের আকার হয় লম্বায় ১৬ থেকে ২০ ইঞ্চি। সাধারণত ৪০ ওয়াটের মোটরে এটি চলে; ভোল্টেজ প্রয়োজন হয় ২২০। এগুলো ছাড়া ক্ষুদ্র আকারের এবং কম্পিউটার ইউএসবি পোর্টে ব্যবহারযোগ্য ফলাহীন পাখাও পাওয়া যায়। রিমোট কন্ট্রোল বা দূর নিয়ন্ত্রণের মাধ্যমে চালানো যায় এমন ফলাহীন পাখাও তৈরি করছে অনেক কোম্পানি।

নতুন প্রযুক্তিতে তৈরি বলে ফলাবিহীন পাখা এখনও বেশ দামি। একটা মাঝারি মানের সাধারণ টেবিল পাখা যেখানে মাত্র ১০-১৫ ডলারে পাওয়া যায়, সেখানে চীনের পাইকারি বাজারে ফলাহীন পাখার দাম আকার ও মান অনুযায়ী ২৫ থেকে ৫০ ডলার পর্যন্ত। আর ক্ষুদ্র আকারের বা ইউএসবি পোর্টে ব্যবহারযোগ্য পাখার দাম ১০ থেকে ২০ ডলার।

এ পাখার বেশ কটি সুবিধা থাকলেও একটা ছোট্ট অসুবিধাও রয়েছে। সেটি হলো হলো শব্দ। পূর্ণ গতিতে চালালে এ পাখা একটু বেশি শব্দ করে, মনে হয় যেন একটি ছোট ভ্যাকুয়াম ক্লিনার চলছে। তবে মাঝারি গতিতে চালালে তেমন বেশি শব্দ করে না এটি; তখন শব্দ হয় একটি টেবিল পাখার মতো।

চীনের কুয়াংতং ও চেচিয়াং প্রদেশে অসংখ্য কারখানা এখন ফলাহীন পাখা তৈরি করছে। আমদানি বা পাইকারি ক্রয়ের জন্য এসব কারখানার পাশাপাশি কুয়াংতং প্রদেশের রাজধানী কুয়াংচৌ এবং চেচিয়াংয়ের ইয়ু শহরের পাইকারি বাজারে যোগাযোগ করতে পারেন যে কেউ। অনুমান করা যায়, বাংলাদেশ ও ভারতের বাজারে এ পাখা বেশ সমাদৃত হতে পারে।

অনুষ্ঠানের ছোট পরিসরে প্রস্তুতকারীদের সবার সঙ্গে যোগাযোগের উপায় বলে দেওয়া সম্ভব নয়। তাই একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা। যে কেউ টুকে নিতে পারেন কোম্পানির নাম ও যোগাযোগের ঠিকানা: Foshan Fortune Electrical Appliance Co Ltd, 10 South Lean Road, Foshan City, Guangdong Province, China (Mainland), zip code: 528305, telephone no: 86-757-26628673, mobile phone no: 86-18924558964 fax: 86-757-26629673, website: http://www.twowin-china.com, contact person (আন্তর্জাতিক ব্যবসার জন্য দায়িত্বশীল ব্যক্তি): Mr. Alan Tam. নির্ভুলভাবে ঠিকানা জেনে নিতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: http://bengali.cri.cn.

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040