সুপ্রিয় শ্রোতা, আগামীকাল পহেলা বৈশাখ - পৃথিবীর সব বাঙালির জন্য একটি বিশেষ দিন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের আজকের বিশেষ অনুষ্ঠান উপস্থাপন করছি আমি ইয়াং ওয়েই মিং-স্বর্ণা। অনুষ্ঠানের শুরুতে গ্রহণ করুন বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
পহেলা বৈশাখ তো সারা পৃথিবীর বাঙালিদের জন্য এক অভিন্ন উত্সব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে এটা উদযাপন করা হয়। যেমন বাংলাদেশের বাঙালিরা উদযাপন করে তেমনই ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আর উড়িষ্যা রাজ্য এবং পৃথিবীর যেখানে বাঙালি জনগোষ্ঠি আছে সেখানেই উদযাপন করা হয়। শুনুন পহেলা বৈশাখ উপলক্ষ্যে এ বিশেষ অনুষ্ঠান। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা)
চীন যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ক্লাসের শিক্ষক এবং ছাত্রছাত্রী