বাংলাদেশের শেয়ারবাজারে আবার প্রাণ ফিরে এসেছে। বেশ ক'দিন ধরে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। বিগত ২০১০ সালের শেষ দিক থেকে বাজারে যে ধস শুরু হয়েছিল তার ফলে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ ব্যাপকভাবে কমে গিয়েছিল। বাজারের নাজুক পরিস্থিতির কারণে একটা বড় সময় জুড়ে রাস্তায় আন্দোলন করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তারা সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন বাজারে স্থিতিশীলতা আনতে। সে আন্দোলনের প্রেক্ষাপটে সরকার বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। আজকের মুক্ত মন মুক্ত চিন্তা আসরে আমরা বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে আলোচনা করবো। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আর আমার সঙ্গে আছেন সিআরআই বাংলা বিভাগের বিশেষজ্ঞ শিয়াবুর রহমান এবং শান্তা মারিয়া। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা/এসআর/শান্তা)