Web bengali.cri.cn   
গাড়ির মধ্যে হাওয়ার গুণগত মানের উন্নয়ন এবং গাড়ির মধ্যে দূষণ নির্মূল করা শীর্ষিক প্রস্তাব
  2012-03-12 20:07:17  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'নতুন আলোয় চীন' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি রুবী।

বন্ধুরা, চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশন ও একাদশ জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশন এখনও চলছে। গত সপ্তাহের অনুষ্ঠানে আপনাদের জন্য দু'টি অধিবেশনের ওপর বিশেষ দৃষ্টি শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি আমি। আজকের অনুষ্ঠানে আপনাদের নিয়ে অব্যাহতভাবে দু'অধিবেশন পরিদর্শন করবো। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের নতুন বন্ধু শান্তা মারিয়া। তিনি হলেন বাংলা বিভাগের বিদেশী বিশেষজ্ঞ........আমরা দু'জনই আপনাদের সঙ্গে কিছুক্ষণ সুন্দর সময় কাটাবো। আচ্ছা, প্রথমে তাকে স্বাগত জানাই আমাদের এখানে আসার জন্য।

শান্তা: আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের শ্রোতা বন্ধুদের।

রুবী: ধন্যবাদ। শান্তা। আপনি জানেন আমাদের এ দু'টি অধিবেশনের কথা।

শান্তা: অব্যশই জানি।

রুবী: তাহলে আপনি জানেন কি, এ দু'টি অধিবেশনে প্রতিনিধিরা কতটা প্রস্তাব দিয়েছেন।

শান্তা: হ্যা, আমি এ সম্পর্কে বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশিত খবর দেখছি। একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশনের প্রস্তাব ছিল ৬ হাজার৭৬টি এবং জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশনের প্রস্তাব …………, অনেক প্রস্তাব রয়েছে।

রুবী: জি। ঠিকই বলেছেন। অনেক প্রস্তাব খুব অন্তর্দৃষ্টিপূর্ণ। এর মধ্যে একটি প্রস্তাব রয়েছে, তা আমার দৃষ্টি খুব কেড়েছে। এ কথা বলার আগে শান্তা, আমি আপনাকে একটা প্রশ্নে জিজ্ঞাস করতে চাই। বাংলাদেশে আপনি কি গাড়ি চালান বা আপনার বাড়িতে গাড়ি আছে?

শান্তা: হ্যা আমার নিজস্ব গাড়ি আছে।যদিও চালক গাড়িটি চালায় তবে আমি গাড়ি চালাতে জানি,মানে সামান্য জানি।

রুরী: আচ্ছা, আমি যে প্রস্তাবের কথা বলেছি, সেটি গাড়ির সঙ্গেই সম্পর্কিত। চীনের সৃজনশীল গাড়ি নির্মাতা গোষ্ঠির অন্যতম-জিলি গাড়ি গোষ্ঠির চেয়ারম্যান এবং জাতীয় রাজনৈতিক পরামর্শদাতা চীনের সৃজনশীল গাড়ি শিল্পপ্রতিষ্ঠান-জিলিগোষ্ঠির চেয়ারম্যান এবং চীনের জাতীয় গণ পরামর্শ সম্মেলনের সদস্য লি শু ফু 'গাড়ির মধ্যে হাওয়ার গুণগত মানের উন্নয়ন এবং গাড়ির মধ্যে দূষণ নির্মূল করা' শীর্ষক একটি প্রস্তাব দিয়েছেন। গত দোসরা মার্চ এ প্রস্তাব সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল। আমাদের সংবাদদাতা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। আচ্ছা আমরা একটু শুনবো এ বিষয়ে লি শু ফু কি বলেছেন।

বর্তমানে চীনের গাড়ি ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে। গাড়ি চীনাদের জীবন-যাপনের অবিচ্ছেদ্য অংশ। গাড়ির মধ্যে হাওয়ার গুণগত মানের সঙ্গে চীনাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। সেজন্য আমি সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি গাড়ির মধ্যে হাওয়ার মানদন্ড সংক্রান্ত আইন প্রণয়নের আহ্বান জানিয়েছি। জানা গেছে, চীনের প্রথম 'গাড়ির মধ্যে হাওয়ার মানদন্ড মূল্যায়ন নির্দেশনা' গত ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। কিন্তু এ নির্দেশনা আইনগতভাবে বাধ্যতামূলক নয়।

রুবী: শান্তা। লি শু ফু যে প্রস্তাব দিয়েছেন, আপনি কিভাবে দেখছেন।

শান্তা: আপনি আমাকে বলার আগে, আমি সত্যি সত্যি এ বিষয়টি তেমন ভাবে খেয়াল করিনি। আমি জানি না গাড়ির মধ্যে দূষিত হাওয়া শরীরের জন্য এতো ক্ষতিকর।

রুবী: আসলে আমিও বেশি জানি না । বলা যায় যে, আমিও এ বিষয়ে খুব বেশি খেয়াল করিনি। গাড়ির মধ্যে কি ধরণের দূষিত উপাদান থাকে। লি শু ফু তাঁর প্রস্তাবে বলেছেন,চীনের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমীর সংশ্লিষ্ট বিভাগ ৫০টি গাড়ি নিয়ে গবেষণা করেছে। তাদের গবেষণার ফলাফল থেকে জানা গেছে, গাড়ির মধ্যে শতাধিক ক্ষতিকর উপাদান রয়েছে। যেমন আলকাতরা থেকে উত্পন্ন বর্ণহীন তরল পদার্র্থবিশেষ, টলিউইন্ ও ফর্মালডিহাইড। প্রতিটি উপাদান শরীরের জন্য খুবই ক্ষতিকর।

শান্তা: সে উপাদানগুলো কোথায় থাকে?

রুবী: লি শু ফু তার প্রস্তাবে বলেছেন, সে উপাদান তিনটির প্রধান উত্স রয়েছে: এক: গাড়ির ভিতরের বিভিন্ন বস্তু, যেমন চেয়ার, কভার ইত্যাদি। দুই: গাড়ি সাজানোর জিনিস, যেমন গাড়ির মেঝে, ছাদে সাজানোর জিনিস ও পরদা ইত্যাদি। তিন: গাড়ি উত্পাদনের সময় রঙ মাখানো ও আঠাজাত জিনিস।

শান্তা: তাহলে রুবী, একজন গাড়ি ব্যবহারকারী হিসেবে আমি অবশ্যই জানতে চাই, কিভাবে গাড়ির মধ্যে হাওয়ার গুণগতমান উন্নতি করা হয়?

রুবী: এ প্রসঙ্গে চীনের গাড়ির বিশেষজ্ঞ উপদেষ্টা জানিয়েছেন যে, গাড়ির মধ্যে হাওয়ার গুণগতমানের উন্নতি গাড়ির অধিকারীর অভ্যাসের ওপর নির্ভরশীল। যেমন প্রায়ই গাড়ির জানালা খোলা, গাড়ির এয়ার কন্ডিশনার পরিস্কার এবং গাড়ির মধ্যে পাপোষ ও সীট কভার সব সময় পরিস্কার করা উচিত।

শান্তা: সেজন্য বন্ধুরা, যদি আপনারা গাড়ি চালান বা আপনার পরিবারে গাড়ি থাকে, তাহলে গাড়ির মধ্যে হাওয়ার ওপর গুরুত্বারোপ করুন। যেন অতি প্রয়োজনীয় গাড়ি আপনার ক্ষতি না করে।

রুবী: আচ্ছা, বন্ধুরা গাড়ির মধ্যে হাওয়া নিয়ে আলোচনা এ পর্যন্তই। আমার সহকর্মী ও আপু শান্তাকে স্টুডিওতে আসার জন্য আবার ধন্যবাদ।

শান্তা: ধন্যবাদ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040