Web bengali.cri.cn   
ইয়ু শু ভূমিকম্প-উত্তর পুনর্গঠনে ৮৫.৯ শতাংশ বাসভবন নির্মাণ সম্পন্ন
  2012-03-07 18:23:30  cri
    চীনের ছিংহাই প্রদেশের ইয়ু শু তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্প-উত্তর পুনর্গঠনে গত বছরের শেষ নাগাদ ৮৫.৯ শতাংশ বাসভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। চীনের জাতীয় গণ কংগ্রেসের একাদশ সম্মেলনের পঞ্চম অধিবেশনের ছিংহাই সদস্যরা এ কথা জানান।

    জানা গেছে, ইয়ু শু ভূমিকম্প-উত্তর পুনর্গঠন কাজের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪৩টি প্রকল্পের কাজ চলছে। এ সংখ্যা মোট প্রকল্পের ৬৬ শতাংশ। পুনর্গঠনে মোট ২ হাজার ৯০ কোটি ইউয়ানের বরাদ্দ করা হয়েছে।

    বাসভবনের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর অধিকাংশ পশুপালক ও শহুরে নাগরিক নতুন বাসায় উঠেছে। অনেক স্কুল ইতোমধ্যে ব্যবহারযোগ্য হয়েছে।

    জাতীয় পরিষদের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জুন মাসের শেষ নাগাদ ইয়ু শু অঞ্চলের পুনর্গঠন সম্পূর্ণ হবে। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040