চীনের জাতীয় গণ কংগ্রেসের একাদশ সম্মেলনের পঞ্চম অধিবেশনে তিব্বতের সদস্যরা মোট ২৬টি প্রস্তাব পেশ করেছেন। এর মধ্যে অবকাঠামো নির্মাণ, পরিবেশ সংরক্ষণ, অর্থ বিনিয়োগ এবং জীবনযাত্রা সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে। প্রস্তাবে যথাশিগগির লাসা-লিনচি রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে বিশেষভাবে।
জাতীয় গণ কংগ্রেসের সদস্য জাও হো বলেন, লাসা-লিনচি রেলপথ তাড়াতাড়ি নির্মাণ করা খুব জরুরি ও প্রয়োজনীয়। কারণ স্থানীয় অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এ রেলপথ খুব গুরুত্বপূর্ণ।
সদস্যরা মনে করেন, লাসা-লিনচি রেলপথ লিনচি ও শান নান অঞ্চলের যোগাযোগ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব প্রয়োজনীয়। এটা স্থানীয় মানুষের পরিবহনের জন্যও খুব দরকারি। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা/এসআর)