Web bengali.cri.cn   
 চীনের নারী ও শিশুর দশবছরব্যাপী উন্নয়ন সাফল্য সংক্রান্ত প্রদর্শনী শুরু
  2012-03-07 15:55:45  cri
    চীনের রাষ্ট্রীয় পরিষদের নারী ও শিশু বিষয়ক কর্ম কমিটি ও নিখিল চীন নারী ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত "চীনের নারী ও শিশুর দশবছরব্যাপী উন্নয়ন সাফল্য সংক্রান্ত প্রদর্শনী" ৬ মার্চ রাজধানী পেইচিংয়ের জাতীয় যাদুঘরে যথাযোগ্য মর্যাদার সংগে শুরু হয়।

    প্রদর্শনী পরিদর্শনের সময় চীনের রাষ্ট্রীয় কাউনসিলার লিউ ইয়ান তুং আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন স্তরের সরকার পুরোপুরিভাবে নারী ও শিশু বিষয়ক কর্মের গুরুত্ব উপলব্ধি করবে এবং পুঁজির বিন্যাস, সম্পদের বিন্যাস এবং প্রকল্পগুলোর বন্দোবস্তের ক্ষেত্রে নারী ও শিশু বিষয়ক কর্মকে প্রাধান্য দেবে।

    এবারের প্রদর্শনীর প্রধান প্রতিপাদ্য হচ্ছে নারীদের উন্নয়নের পরিবেশ আরো সুষ্ঠু করা এবং শিশুদের সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করা।

(শি/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040