যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যম ৬ মার্চ প্রকাশিত সংবাদে দেখা গেছে, ৫ মার্চ শুরু হওয়া চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের ওপর দৃষ্টি রেখেছে। অর্থনৈতিক বিষয়াদি মার্কিন গণমাধ্যমের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, চীন সরকার স্থানীয় সরকারগুলোর ঋণ সমস্যা ও বাড়িঘরের উচ্চ মূল্যসহ বহু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও চীন সরকারের অনুমান অনুসারে এসব সমস্যা এখনো নিয়ন্ত্রণনের মধ্যে রয়েছে। প্রবন্ধে আরো বলা হয়, চলতি সরকারের সর্বশেষ এক বছরের মেয়াদে চীন সরকার জনসাধারণের আয় বাড়ানো এবং অর্থনৈতিক উন্নয়ন সুষম রাখার প্রচেষ্টা চালাবে। বিনিয়োগ ও রফতানির ওপর নয়, প্রধানত ভোগের ওপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।
(শি/শান্তা)