Web bengali.cri.cn   
রেনমিনপির বিনিময় হারের ওঠানামা আরো বাড়তে পারে: চৌ সিয়াও ছুয়ান
  2012-03-06 18:42:49  cri
    চীনের কেন্দ্রীয় ব্যাংক, চীনা গণ ব্যাংকের গভর্নর চৌ সিয়াও ছুয়ান ৫ মার্চ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এখন চীনের মুদ্রা রেনমিনপির বিনিময় হারের ওঠানামার অনুকুল অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিনিময় হারের ওঠানামার হারও কিছুটা বাড়তে পারে। যাতে বাজারের সরবরাহ ও চাহিদার সম্পর্কের দ্বারা মুদ্রার বিনিময় হার নির্ধারণ সংক্রান্ত ব্যবস্থা বলবত হতে পারে।

    চীনের অর্থনীতির অবস্থার প্রতিফলনকারী জানালা হিসেবে রেনমিনপির বিনিময় হারের প্রবণতা সকলের দৃষ্টি আকর্ষণ করছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক হিসাব থেকে জানা গেছে, গত বছরের শেষ নাগাদ মার্কিন ডলারের বিপরীতে রেনমিনপির বিনিময় হার ২০১০ সালের চেয়ে ৫.১ শতাংশ বেড়েছে। সরকারের কাজকর্ম সম্পর্কিত রিপোর্টেও বলা হয়, রেনমিনপির বিনিময় হারের দ্বিপাক্ষিক ওঠানামার নমনীয়তা বাড়ানো হবে এবং যুক্তিযুক্ত ও সুষম মানের ভিত্তিতে রেনমিনপির মৌলিক স্থিতিশীলতা বজায় রাখা হবে।

(শি/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040