চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৫ মার্চ জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সরকারের কাজকর্ম সম্পর্কে রিপোর্টে বলেছেন, প্রবেশাধিকার শিথিল করা হবে এবং রেলপথ, পৌর প্রশাসন ও ব্যাংকিং খাতে বেসরকারী পুঁজির প্রবেশকে উত্সাহিত করা হবে, যাতে বিভিন্ন ধরনের মালিকানাধীন অর্থনীতির মধ্যে সুষম প্রতিদ্বন্দ্বিতা ও অভিন্ন উন্নয়নের পরিবেশ সৃষ্টি করা যায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে চীনের জাতীয় রাজনৈতিক পরমর্শ সম্মেলনের সদস্য ও ব্যাংক তত্ত্বাবধান ও পরিচালনা কমিটির চেয়ারম্যানের সহকারী ইয়ান ছিং মিন বলেন, ব্যাংকিং খাতে বেসরকারী পুঁজির প্রবেশকে উত্সাহিত ও পরিচালনা করার জন্য তার কমিটি খুঁটিনাটি নীতি প্রণয়ন করবে।
ইয়ান ছিং মিন বলেন, বর্তমানে বেসরকারী পুঁজি চীনের ব্যাংকগুলোর মূলধনের একটি গুরুত্বপূর্ণ অংগ হয়ে দাঁড়িয়েছে। তার কমিটির এক হিসাব থেকে জানা গেছে, গত বছরের শেষ নাগাদ চীনের শেয়ারভিত্তিক বাণিজ্যিক ব্যাংক ও নগরীর বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট মূলধনের মধ্যে বেসরকারী পুঁজির অনুপাত আলাদা আলাদাভাবে ৪২ শতাংশ ও ৫৪ শতাংশ হয়ে দাঁড়িয়েছে।