|
চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির পঞ্চম অধিবেশন ৫ মার্চ সকালে পেইচিংয়ে শুরু হয়েছে। হু চিন থাও, উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, লি ছাং ছুন, সি চিন পিং, লি খে ছিয়াং, হে কুও ছিয়াং ও চৌ ইয়ুং খাংসহ শীর্ষ চীনা নেতা এবং জাতীয় গণ কংগ্রেসের ৩ হাজার প্রতিনিধি এবারের অধিবেশনে অংশ নিচ্ছেন।
অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সরকারি কার্যবিবরণী পেশ করেন। তিনি বলেন, এ বছর হচ্ছে 'দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা' বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ বছর এবং এটি বর্তমান সরকারের চূড়ান্ত মেয়াদও। এখন আমাদের উচিত জনগণের কাছে এক সন্তুষ্টজনক উত্তরপত্র প্রদান করা।
ওয়েন চিয়া পাও আরও বলেন, চলতি বছর চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান লক্ষ্য হচ্ছে মোট দেশজ উত্পাদন বা জি ডি পি'র ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা, শহরে কর্মসংস্থানে নতুন সুযোগ পাওয়া কর্মীর সংখ্যা ৯০ লাখ বাড়ানো, শহরে নিবন্ধিত কর্মচ্যুতির হার ৪.৬ শতাংশের নিচে নামানো এবং ভোক্তা মূল্যসূচক বৃদ্ধির হার ৪ শতাংশের মধ্যে নিয়ন্ত্রিত রাখা। --ওয়াং হাইমান/এসআর
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |