Web bengali.cri.cn   
দু'টি অধিবেশনের ওপর বিশেষ দৃষ্টি
  2012-03-05 18:01:00  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আপনাদের একপ্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'নতুন আলোয় চীন' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি রুবী।

গত পরশু দিন চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে এবং আজ সকাল নয়টায় একাদশ জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশনও শুরু হয়েছে। আজকের এ অনুষ্ঠানে আপনাদের জন্য আমি দু'টি অধিবেশনের ওপর বিশেষ দৃষ্টি শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এ অনুষ্ঠানে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দু'জন বিশেষ অতিথি। তাদের সঙ্গে আমাদের শ্রোতাবন্ধুরা খুব পরিচিত। তাঁরা হলেন বাংলাভাষার ওপর দারুণ দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব এবং তাঁদের মধ্যে একজন যিনি অনুবাদ করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সেই শি চিং উ সাহেব এবং তার সাথে রয়েছেন আমাদের বাংলা বিভাগের বিদেশী বিশেষজ্ঞ এবং কবি ও গীতিকার আবাম ছালাউদ্দিন। আসুন, আমরা আজ তাদের সাথে কিছুক্ষণ সুন্দর সময় কাটাই। আমি প্রথমেই তাদের স্বাগত জানাই আমাদের এখানে আসার জন্য ।

শি:ধন্যবাদ।

ছালাউদ্দিন: আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের।

রুবী: ছালাউদ্দিন সাহেব, আপনি তো বেশ কয়েক বছর ধরে চীনে আছেন। চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশন এবং একাদশ জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশন -এ দু'টি অধিবেশনের সম্পর্কে আপনার ধারণা কি?

ছালাউদ্দিন: জি। যেহেতু আমি জানি, চীনের জাতীয় গণ কংগ্রেস হচ্ছে চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। যেখানে বার্ষিক অধিবেশনে সকল প্রকার আইন-কানুন প্রণয়ন করা হয়। আমার মনে হয়, এটা বাংলাদেশের পার্লামেন্টের মতই। জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন সম্পর্কে আমি জানি যে, চীনের কমিউনিস্ট পার্টি ও অন্য পার্টির সদস্যরা পরামর্শের মাধ্যমে দেশের উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছেন।

শি: ছালাউদ্দিন সঠিক ধরেছেন। চীনের জাতীয় গণ কংগ্রেস চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা, তবে আমরা তাকে পার্লামেন্ট বলি না। চীনের নাগরিকগণ ভোটের মাধ্যমে গণ প্রতিনিধিদের নির্বাচন করেন। চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন বিভিন্ন পার্টির সদস্যদের নিয়ে গঠিত। এর বার্ষিক অধিবেশন সাধারণত গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন ডাকার সময় অনুষ্ঠিত হয়। সেজন্য আমরা সংক্ষিপ্ত করে দু'টি অধিবেশন বলে থাকি।

ছালাউদ্দিন: আচ্ছা, কে কে এ দু'অধিবেশনের প্রতিনিধি হতে পারেন?

রুবি: এ বিষয় সম্পর্কে চীনের নির্বাচন আইনে স্পষ্টই নির্ধারিত রয়েছে। তাই না শি সাহেব।

শি: জি। চীনের নির্বাচন আইন অনুযায়ী, জাতি, লিঙ্গ, পেশা, ধর্ম, শিক্ষা, আর্থিক অবস্থা যাই হোক না কেন, ১৮ বছরের উপরের সকল নাগরিক নির্বাচন করার এবং নির্বাচিত হবার অধিকার আছে। জেলা পর্যায়ের গণ প্রতিনিধিরা সরাসরি ভোটারদের ভোটে নির্বাচিত হন।

রুবি: আচ্ছা, দু'টি অধিবেশন সম্পর্কে কিছু সাধারণ তথ্য জানার পর আমরা এ বছরের অধিবেশনের ওপর নজর দেই। প্রতি বছর সামাজিক নিশ্চয়তা, চিকিত্সা সংস্কার, ব্যক্তিগত আয় ও খাদ্য নিরাপত্তাসহ জীবিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা বিষয়ের ওপর এ দুটি অধিবেশন সবার বেশি দৃষ্টি কাড়ে। এ বছরের সবচেয়ে লক্ষণীয় বিষয় কোনটি? সম্প্রতি চীনের পিপল্স ওয়েবসাইটে একটি গণ জরিপ করা হয়েছে। এখন আমরা একটু দেখবো, জরিপের ফলাফল কি? জরিপ তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে, সামাজিক নিশ্চয়তা ২৫৬৬৩৪টি ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে এবং এরপর রয়েছে ১৮৬৮৬৫ ভোট পাওয়া ব্যক্তিগত আয় ও বিতরণ এবং তার পর রয়েছে চিকিত্সা সংস্কার। এ দিকটি ভোট পেয়েছে, ১০৮৪২৫টি।

শি: আমার মনে পড়েছে, ২০১০ ও ২০১১ সালেও সামাজিক নিশ্চয়তা দু'টি অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল।

রুবী: এর আগে আমাদের সংবাদদাতা এ প্রসঙ্গে রাস্তা ঘুরে ঘুরে জরিপ করেছেন। আমরা একটু দেখবো, সাধারণ মানুষ কী বিষয়ের ওপর বেশি দৃষ্টি দিয়েছে। ওয়েবসাইটের জরিপের সঙ্গে মিলছে কি?

রুবি: শি ও ছালাউদ্দিন সাহেব, আমাদের সহকর্মীর এ জরিপ ওয়েবসাইটের জরিপের সঙ্গে মৌলিকভাবে মিলেছে, তাই না?

শি: সত্যি, প্রত্যেকেই এদিন বৃদ্ধ হবেই এবং রোগক্রান্তের সম্ভাবনাও আছে। সেজন্য সামাজিক নিশ্চয়তা খুবই গুরুত্বপূর্ণ। তা জনগণের জীবন-যাপনের সঙ্গে নিঃশ্বাসের মতই ঘনিষ্ঠ সম্পর্কিত।

রুবী: ছালাউদ্দিন সাহেব, একজন বিদেশী হিসেবে আপনি কোন বিষয়ের ওপর সবচেয়ে নজর রাখেন?

ছালাউদ্দিন: একজন বাংলাদেশী হিসেবে আমি পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে চীনের পদক্ষেপ জানতে চাই। পরিবেশ সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য একবুক নিঃশ্বাস নেই। পরিবেশই যদি দূষিত হয়ে যায়, তাহলে তো আমাদের শরীরের ক্ষতি হবে। আর তাই যদি হয় তাইলে আর কি থাকলো আমাদের জন্য। সবাই জানেন যে, বাংলাদেশের ৮৫ শতাংশ আয়তন পলি সম্পন্ন সমভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ মিটার উঁচু। পরিবেশ দূষণসহ বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন ঘটেছে। সারা বিশ্ব উষ্ণ হয়ে উঠছে এবং হিমবাহ গলে যাবার কারণে বাংলাদেশের অনেকাংশ জায়গা সমুদ্রে তলিয়ে যেতে পারে।

রুবী: পরিবেশ সংরক্ষণ সত্যি খুব গুরুত্বপূর্ণ। তা প্রত্যেকের সঙ্গে সরাসরিই সম্পর্কযুক্ত। আচ্ছা, তাহলে প্রথমে গত দু'টি অধিবেশনে সামাজিক নিশ্চয়তা ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, আমরা একসাথে তার সার সংকলন এখন শুনবো।

আমার হাতে এখন যে দুটো পত্র রয়েছে, একটি হলো ২০১১ সালে জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে গৃহীত দ্বাদশ পাঁচশালা কার্যক্রম। এটি সে অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য বলে আমার মনে হয়। শি সাহেব আপনি কেমন মনে করেন?

শি: ঠিকই বলেছেন। এ সাফল্যের ধারা এখনো অব্যাহত রয়েছে। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এ কার্যক্রমে বেশ কয়েকটি ধারা তুলে ধরা হয়েছে, যেমন পরিবেশ সংরক্ষণের জন্য গ্রীনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ জোরদার, প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিরার দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার এবং উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য সহায়তা দেয়া। সামাজিক নিশ্চয়তার ক্ষেত্রে যে সব ধারা তুলে ধরা হয়েছে, তা হলো সামাজিক নিশ্চয়তা সংক্রান্ত ব্যবস্থা সকল শহরবাসী ও গ্রামবাসীদের মধ্যে বিস্তার দ্রুততর করা, সামাজিক বীমা সংক্রান্ত ব্যবস্থা সুসংবদ্ধ করা এবং সামাজিক কল্যাণ সাধন করা। হ্যাঁ, আরো অনেক ব্যবস্থার কথা রয়েছে।

রুবী: আরেকটি হলো আজ সবেমাত্র সকালে নয়টায় শুরু জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে চীন সরকারের কর্মরিপোর্ট। এতে আমাদের প্রধানমন্ত্রী এ দুটি ক্ষেত্রে বেশি কয়েকটি ব্যবস্থার কথা বলেছেন, আমরা একটু শুনবো।

ছালাউদ্দিন: আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা, রুবী, আমি জানতে চাই যে, চলতি অধিবেশনে সামাজিক নিশ্চয়তা ও পরিবেশ সংরক্ষণে প্রতিনিধি ও সদস্যরা কী কী নতুন প্রস্তাব দিয়েছেন।

রুবি: জি, স্যার। এখন আমরা শুনবো বৃদ্ধবৃদ্ধাদের জন্য সামাজিক নিশ্চয়তা জোরদার সম্পর্কে এবারের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনের সংবাদ সম্মেলনের মুখপাত্র চাও ছি জেং এর কথা। তিনি' বলেন।

চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্য জেং কোং ছেং বলেন,

চীনের জাতীয় পরামর্শ সম্মেলনের সদস্য লিয়াং সিয়াও হোং বলেন,

চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি ছাও শু চিয়ে বলেন,

রুবি: আচ্ছা, বন্ধুরা, দু' অধিবেশন এখনো চলছে। আমরা এ দুটি অধিবেশনের সাফল্য কামনা করি। আমরা আশা করি যে, এবারের অধিবেশনে সামাজিক নিশ্চয়তা ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আরও উন্নত ও সুষ্ঠু সমাধানের উপায় নেয়া হবে। সময়ের কারণে আজকের দু'টি অধিবেশনের ওপর বিশেষ দৃষ্টি শীর্ষক অনুষ্ঠান এ পর্যন্তই। দু'টি অধিবেশনের ওপর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের চিঠি বা ইমেইল পাঠাতে ভুলবেন না। আমার ইমেল ঠিকানা: wangdanhong@cri.com.cn

সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান। রুবি./আবাম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040