|
অধিবেশনে সরকারি কার্যবিবরণী পেশ করার সময় প্রধানমন্ত্রী ওয়েন বলেন, বর্তমানে চীনের অর্থনীতি গুরুত্বপূর্ণ উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে তার স্থিতিশীল উন্নয়নের সুযোগ থাকবে।
তিনি বলেন, ৩০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের অর্থনীতির সুষ্ঠু ভিত্তি ও ব্যবস্থাপনা গঠিত হয়েছে। পূর্বাঞ্চলে উদ্ভাবন শক্তির স্থিতিশীল উন্নতি হচ্ছে এবং মধ্য ও পশ্চিমাঞ্চলে উন্নয়নের সূচনা হচ্ছে। সেখানকার মানবসম্পদ বৈচিত্রময় এবং মান উন্নত।
চীনের অর্থনীতির প্রবৃদ্ধি হার কমানোর প্রধান কারণ হলো, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫ বছরের উন্নয়ন পরিকল্পনা সুষ্ঠু রাখা এবং অর্থনৈতিক উন্নয়নকে আরো সুষ্ঠু ও ভারসাম্যের দিকে ফিরিয়ে আনা। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা/এসআর)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |