|
চীনে চলমান 'দু'অধিবেশন'সম্প্রতি পাকিস্তানের প্রধান তথ্যমাধ্যমের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করেছে।
পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা এ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান ৩ মার্চ চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশন শুরুর খবর প্রকাশ করেছে এবং খবরে বলা হয়েছে, চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন হচ্ছে চীনের সর্বোচ্চ পর্যায়ের সরকারি কাজে অংশগ্রহণ ও পরামর্শ দেয়ার সম্মেলন ।এতে জাতীয় জীপন-যাপন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির কার্যবিবরণী শোনা হয়।
৪ মার্চ চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের আসন্ন পঞ্চম অধিবেশনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং অধিবেশনের মুখপাত্র লি চাও সিং জাতীয় গণ কংগ্রেসের কাজসম্পর্কিত বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন। 'অধিবেশনের মুখপাত্র: চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে প্রস্তুত' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে এ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি হল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়ার চালিকা শক্তি। বর্তমানে চীনের অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কার নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তবু সার্বিক দিক থেকে দেখা যায় সমস্যার চেয়ে সুযোগ বেশি রয়েছে।(শিশির/শান্তা)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |