চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, চীনের সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থা অনবরত সুসংহত হচ্ছে এবং এ ব্যবস্থাকে সার্বজনিন করে তোলার ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি মৌলিক গণ সেবার সম্যকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্যও বটে।
৫ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সরকারের কাজকর্ম সম্পর্কে রিপোর্ট দেয়ার সময় ওয়েন চিয়া পাও আরো বলেন, ২০১১ সালে সামাজিক বীমা আবৃতির হার অব্যাহতভাবে সম্প্রসারিত হয়েছে এবং সারা দেশে শহরের মৌলিক অবসরকালীন বীমা, বেকারত্ব বীমা, কর্মরত অবস্থায় আহতদের বীমা এবং প্রসব বীমা ব্যবস্থায় অন্তর্ভূক্ত লোকের সংখ্যা বিপুল মাত্রায় বেড়েছে। সারা দেশের ২ হাজার ১৪৭টি জেলায় পরীক্ষামূলকভাবে শহরের বাসিন্দাদের অবসরকালীন বীমা ব্যবস্থা চালু করা হয়। ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার লোক এ নতুন বীমা ব্যবস্থায় অন্তর্ভূক্ত করা হয় এবং ৬৪ লাখ ১০ হাজার লোক অবসরকালীন ভাতা নিয়েছে। দেশের ২ হাজার ৩৪৩টি জেলায় পরিক্ষামূলকভাবে নতুন গ্রামীন সামাজিক অবসরকালীন বীমা ব্যবস্থা গ্রহণ করা হয়। ৩৫ কোটি ৮০ লাখ লোক এ নতুন বীমা ব্যবস্থায় অংশ নিয়েছে এবং ৯ কোটি ৮৮ লাখ লোক অবসরকালীন ভাতা নিয়েছে।