Web bengali.cri.cn   
চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন শুরু
  2012-03-05 11:04:11  cri
    চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশন ৫ মার্চ সকালে রাজধানী পেইচিংয়ে শুরু হয়। হু চিন থাও, উ পাং কোও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন,লি ছিয়াং ছুন, সি চিন পিং, লি খে ছিয়াং, হে কোও ছিয়াং ও চৌ ইয়ুং খাং প্রমূখ চীনের নেতারা এ অধিবেশনে উপস্থিত ছিলেন।

    জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কোও এ অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও প্রায় ৩ হাজার প্রতিনিধির সামনে সরকারের কাজকর্ম সম্পর্কে একটি রিপোর্ট দেন। রিপোর্টে তিনি ২০১১ সালে চীন সরকারের কাজকর্মের পর্যালোচনা করেন এবং ২০১২ সালে চীন সরকারের কাজকর্ম সম্পর্কে আলোচনা করেন।

    সাড়ে ৯ দিনের অধিবেশনে প্রতিনিধিরা সরকারের কাজকর্ম সম্পর্কে রিপোর্ট, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির কাজকর্ম সম্পর্কিত রিপোর্ট, সর্বোচ্চ গণ আদালত ও সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থার কাজকর্ম সম্পর্কিত রিপোর্ট এবং বার্ষিক পরিকল্পনা সম্পর্কিত রিপোর্ট ও বাজেট সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনা করবেন।

(শি/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040