Web bengali.cri.cn   
গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সর্বশেষ বার্ষিক অধিবেশন শুরু
  2012-03-03 18:31:41  cri

চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের বার্ষিক নিয়মিত অধিবেশন ৩ মার্চ বিকেলে পেইচিংয়ে শুরু হয়েছে। এটি হচ্ছে গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের একাদশ কমিটির পাঁচ বছরব্যাপী কার্যমেয়াদে সর্বশেষ বার্ষিক অধিবেশন।

হু চিন থাও, উ পাং কুও, ওয়েন চিয়া পাও ও চিয়া ছিং লিনসহ চীনের কমিউনিষ্ট পার্টি ও দেশের নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন সম্মেলনের ২২০০জন সদস্যেকে নিখিল চীন গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির কর্মরিপোর্ট দেন।

চলতি বছর চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কাজ প্রসঙ্গে চিয়া ছিং লিন জোর দিয়ে বলেন, চীনের কমিউনিষ্ট পার্টি ও দেশকে কেন্দ্র করে অর্থনীতির দ্রুত উন্নয়ন বেগবান করা এবং সমাজের সম্প্রীতিমূলক ও স্থিতিশীল উন্নয়নকে প্রধান কাজ হিসেবে নির্ধারণ করা হবে।

লিলি/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040