চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশনের প্রস্তুতি কাজ সম্পন্ন
চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশনের মুখপাত্র চাও ছি চেং ২ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশ ৩ মার্চ শুরু হবে এবং ১৩ মার্চ সমাপ্ত হবে। বর্তমানে অধিবেশনের বিভিন্ন প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে।
এক সাংবাদিক সম্মেলনে চাও ছি চেং বলেছেন, ২০১১ সাল হল চীনের দ্বাদশ পাঁচশালা পরিকল্পনার প্রারম্ভিক বর্ষ। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির গভীর ও জটিল পরিবর্তিত অবস্থা এবং চীনের সংস্কার ও উন্নয়নের কর্ম খুবই গতিশীল অবস্থায় চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন চীনের রাজনীতি, অর্থনীতি,সংস্কৃতি ও সমাজের নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং চীনা জনগণের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে ব্যাপকভাবে গবেষণা ও তদন্ত করেছে। এর সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে জনগণের ইচ্ছা প্রকাশ করেছে, কার্যকর রাজনৈতিক পরামর্শ করেছে এবং চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সমিতি ও রাষ্ট্রীয় পরিষদের কাছে ধারাবাহিক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। গত এক বছরে চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রস্তাবের সংখ্যা ৬ হাজারেরও বেশি এবং প্রস্তাবের বিষয়ও ভিন্ন রকম।(সুবর্ণা/শান্তা)