চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের আসন্ন পঞ্চম অধিবেশন এবং একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিবিড় দৃষ্টি আকর্ষণ করছে।
সম্প্রতি সিংগাপুরের লিয়ানহে জাওবাও পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়, চীনের নেটিজেনরা এ দুটো অধিবেশনের যে দশটি আলোচ্য বিষয়ের উপর নজর রাখছে তাদের মধ্যে প্রধান তিনটি হলো সামাজিক চাহিদা মেটানো , আয় ও বন্টন এবং সামাজিক ব্যবস্থাপনা। কোনো কোনো পণ্ডিত মন্তব্য প্রকাশ করে বলেন , এ থেকে বোঝা যায় যে , চীনের জনসাধারণ আগের চেয়ে এখন তাদের ব্যক্তিগত স্বার্থ ও জীবনযাপনের সমস্য সম্পর্কে আরো বেশী সচেতন হয়েছে।
রাশিয়ার রাশিয়া-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা কেন্দ্রের পরিচালক এ প্রসংগে বলেন ,চীনের অর্থনীতি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ ইঞ্জিনে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আর্থিক সংকট যখন ক্রমশই উদ্বেগজনক আকার ধারণ করছে তখন চীনের এ দুটো অধিবেশন থেকে যে কি ধরণের তথ্য পাওয়া যাবে সবাই নি:সন্দেহে তা জানতে আগ্রহী ।