চীনে অনুষ্ঠিতব্য 'দুই অধিবেশন' দেশ বিদেশের সংবাদ সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। দুই অধিবেশনের তথ্য কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পয়লা মার্চ দুপুর ১২টা পর্যন্ত চীনের দুই অধিবেশনে অংশগ্রহণকারী দেশী বিদেশী সংবাদদাতার সংখ্যা ৩ হাজারেরও বেশি। এদের মধ্যে বিদেশী সংবাদদাতা প্রায় ৯০০ জন এবং চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের সংবাদদাতার সংখ্যা ৬শ'রও বেশি।
চীনের দুই অধিবেশনের তথ্য কেন্দ্রের উপ-পরিচালক, চীনের সংবাদদাতা পরিষদের সম্পাদকমন্ডলীর সম্পাদক চু শৌ ছেন জানিয়েছেন যে, চলতি বছরে দুই অধিবেশনে অংশগ্রহণকারী বিদেশী সংবাদদাতার কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথমত: পশ্চিমা সংবাদমাধ্যমের সংবাদদাতার সংখ্যা বেশি। জাপান ও যুক্তরাষ্ট্রের সংবাদদাতার সংখ্যা ২০০রও বেশি। দ্বিতীয়ত: তারা নতুন অর্থনৈতিক সত্তা চীনের দুই অধিবেশনের ওপর গুরুত্ব দিচ্ছে। রাশিয়া, ভারত,ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সংবাদদাতারা চীনের দুই অধিবেশনে সাক্ষাত্কার নেবে।
তিনি আরও বলেছেন, চীনের আন্তর্জাতিক অবস্থান ধীরে ধীরে উন্নত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বের সংবাদমাধ্যম চীন ও চীনের দুই অধিবেশনের ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে।(সুবর্ণা/শান্তা)