Web bengali.cri.cn   
দেশী বিদেশী ৩০০০ জনেরও বেশি সংবাদদাতা চীনের 'দুই অধিবেশনের' ওপর দৃষ্টি রাখছেন
  2012-03-02 16:37:27  cri
চীনে অনুষ্ঠিতব্য 'দুই অধিবেশন' দেশ বিদেশের সংবাদ সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। দুই অধিবেশনের তথ্য কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পয়লা মার্চ দুপুর ১২টা পর্যন্ত চীনের দুই অধিবেশনে অংশগ্রহণকারী দেশী বিদেশী সংবাদদাতার সংখ্যা ৩ হাজারেরও বেশি। এদের মধ্যে বিদেশী সংবাদদাতা প্রায় ৯০০ জন এবং চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের সংবাদদাতার সংখ্যা ৬শ'রও বেশি।

চীনের দুই অধিবেশনের তথ্য কেন্দ্রের উপ-পরিচালক, চীনের সংবাদদাতা পরিষদের সম্পাদকমন্ডলীর সম্পাদক চু শৌ ছেন জানিয়েছেন যে, চলতি বছরে দুই অধিবেশনে অংশগ্রহণকারী বিদেশী সংবাদদাতার কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথমত: পশ্চিমা সংবাদমাধ্যমের সংবাদদাতার সংখ্যা বেশি। জাপান ও যুক্তরাষ্ট্রের সংবাদদাতার সংখ্যা ২০০রও বেশি। দ্বিতীয়ত: তারা নতুন অর্থনৈতিক সত্তা চীনের দুই অধিবেশনের ওপর গুরুত্ব দিচ্ছে। রাশিয়া, ভারত,ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সংবাদদাতারা চীনের দুই অধিবেশনে সাক্ষাত্কার নেবে।

তিনি আরও বলেছেন, চীনের আন্তর্জাতিক অবস্থান ধীরে ধীরে উন্নত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বের সংবাদমাধ্যম চীন ও চীনের দুই অধিবেশনের ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে।(সুবর্ণা/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040