Web bengali.cri.cn   
১১তম ধ্রুবতারা ন্যাভিগেশন উপগ্রহ উত্ক্ষেপন করেছে চীন
  2012-02-25 19:13:37  cri

চীনের সি ছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্রে লং মার্চ-৩ নম্বর তৃতীয় শীর্ষক রকেটের মাধ্যমে সাফল্যের সঙ্গে ১১তম ধ্রুবতারা ন্যাভিগেশন উপগ্রহ মহাকাশে নির্ধারিত কক্ষপথে উত্ক্ষেপণ করা হয়েছে।

এ উপগ্রহ একটি স্থায়ী উপগ্রহ এবং চলতি বছরে চীনের উত্ক্ষেপণ করা প্রথম ধ্রুবতারা ন্যাভিগেশন সিস্টেমের অন্যতম উপগ্রহ।

চলতি বছরে চীন আরও বেশ কয়েকটি এ ধরণের উপগ্রহ উত্ক্ষেপণ করবে এবং ন্যাভিগেশন সিস্টেমের আওতা বাড়াবে এবং সিস্টেমের সেবার মানের উন্নয়ন করবে। এ বছরের শেষ দিকে এ সিস্টেম এশিয়া ও প্রশান্ত মহাসাগীয় অঞ্চলে ছড়িয়ে যাবে। ২০২০ সালে সিস্টেমের মধ্যে থাকবে ৩০টি উপগ্রহ।

২০১১ সালের ডিসেম্বর মাসে ধ্রুবতারা ন্যাভিগেশন সিস্টেম চালুর পর থেকে লক্ষণীয় অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সৃষ্টি হয়েছে। (ওয়াং তান হোং/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040