Web bengali.cri.cn   
সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাত্
  2012-02-10 20:44:53  cri

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের গেটের সামনে ক্লাসরুমের কর্মকর্তারা

 উন্নত্রিশ জানুয়ারি বিকালে আমি বাংলাদেশের ঢাকার উত্তরায় অবস্থিত সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম পরিদর্শন করি।

ক্লাসরুমের শিক্ষক মহিউদ্দিন তাহেরের সভাপতিত্ব স্বাগত অনুষ্ঠানে আমি সেখানকার কিছু শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সাথে দেখা করি। তাদের সাথে কিছুক্ষণ আলাপচারিতা করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে।

শিক্ষার্থীদের মধ্যে যেমন ছিলেন ব্যবসায়ী, প্রকল্প ব্যবস্থাপক, স্কুলছাত্র, শিক্ষক, অধ্যাপক, নার্স, হিসাবরক্ষক ও সাংবাদিক। এমন কি আমি দেখেছি, একই পরিবারের বাবা-মা ছেলে-মেয়েসহ মোট পাঁচ জন একসাথে এই ক্লাসরুমে ভর্তি হয়ে চীনা ভাষা শিখছেন। বন্ধুরা, এখন শুনুন সেই পরিবারের দু'টি বাচ্চা মেয়ের গাওয়া একটি সুন্দর চীনা গান।

এ কনফুসিয়াস ক্লাসরুম ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়। তখন আমি আর সিআরআই'র উপ-মহাপরিচালক ওয়াং ইয়ু পেং ঢাকায় গিয়ে ক্লাসরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। গত তিন বছরে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম চীন আন্তর্জাতিক বেতার আর শান্ত মারিয়াম ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় ঢাকায় বাঙ্গালী বন্ধুদেরকে চীনা ভাষা আর প্রবাসী চীনাদেরকে বাংলা ভাষা শিক্ষা দানের পাশাপাশি চলচ্চিত্র উত্সব, বিশ্বমেলা বিষয়ক ছবি অঙ্কন প্রতিযোগিতা, বই মেলায় অংশগ্রহণ আর চীনা ভাষা সেতু প্রতিযোগিতার আয়োজনসহ নানা সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে দিন দিন আরো বেশি লোকের সাথে পরিচিত হয়েছে। আমি বাংলাদেশ সফরকালে প্রায়ই শুনতে পাই কনফুসিয়াস ক্লাসরুমের সাবেক চীনা পরিচালক ইয়াং ওয়েই মিং'র নাম। তিনি বাংলাদেশে দু'বছর কাজ করতে করতে অনেকের সাথে পরিচিত হয়েছেন এবং ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন। বর্তমান চীনা পরিচালক সিয়ে নান ২০১১ সালের ৬ নভেম্বর ঢাকায় গিয়ে ইয়াং ওয়েই মিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। এখন তিনিও কনফুসিয়াস ক্লাসরুমের সুষ্ঠু পরিচালনার জন্য যথাসাথ্য প্রচেষ্টা চালাচ্ছেন।

বন্ধুরা, আপনারা যদি চীনা ভাষা শিখতে চান, বা চীনের সংস্কৃতিকে আরো বেশি জানতে চান, তাহলে আমাদের সিআরআই-কনফুসিয়াস ক্লাসরুমের সাথে যোগাযোগ করুন। তাদের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর হচ্ছে ০০৮৮০২-৭৯১১৪১৮, ৮৯৫৭২১১.

বন্ধুরা, আমার এবারের বাংলাদেশ সফর শেষ হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ ও সহযোগিতা আরো ঘনিষ্ঠ হবে। আশা করি, আপনাদের সাথেও আমাদের যোগাযোগ ঘনিষ্ঠ হবে। আমার বাংলাদেশ সফর সম্পর্কিত সংক্ষিপ্ত বিশেষ অনুষ্ঠান এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকুন সবাই। (ইয়ু / এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040