চীনের বসন্ত উত্সব উপলক্ষ্যে বিদেশে প্রবাসী চীনারা সম্প্রতি নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন।
মঙ্গোলিয়ায় চীনের দূতাবাসে ২৪ জানুয়ারি বসন্ত উত্সব উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গোলিয়ায় প্রবাসী চীনা পরিষদের পরিচালক বাই শুয়াং চান বলেছেন, চীন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, প্রবাসী চীনারা এতে গৌরব বোধ করছেন। মঙ্গোলিয়ায় প্রবাসী চীনারা দু'দেশের মৈত্রীর সেতু হিসেবে আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে অবদান রাখবে।
ব্রাজিলের রিওতে প্রবাসী চীনাদের বসন্ত উত্সবের অনুষ্ঠানে সে অঞ্চলের কয়েক শো' চীনা মিলিত হয়ে পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং মাতৃভূমির আরও সমৃদ্ধি ও শক্তি অর্জনের জন্য শুভকামনা করেছেন। প্রবাসী চীনা মৈত্রী পরিষদের পরিচালক চি ইয়ো সোং বিদায়ী বছরে প্রবাসী চীনাদের অর্জিত সাফল্যের মূল্যায়ন করে আশা প্রকাশ করেছেন যে সবাই চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়ন আর শান্তিপূর্ণ একীকরণের জন্য অবদান রাখবে। (সুবর্ণা/শান্তা)