২৩ জানুয়ারি হচ্ছে চীনের ঐতিহ্যবাহী উত্সব—বসন্ত উত্সব। ২২ জানুয়ারি সন্ধ্যায় চীনের ছুটি পর্যটন বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের বসন্ত উত্সবের সোনালী সপ্তাহের প্রথম দিনে সারা চীনের বিভিন্ন প্রধান পর্যটন শহর ও অঞ্চলে বসন্ত উত্সব সংক্রান্ত রীতি-নীতি সংশ্লিস্ট সাংস্কৃতিক পর্যটন কর্মসূচীর আয়োজন করা হয়।
পেইচিংয়ে 'পেইচিংয়ের সুস্বাদু খাবার খাওয়া এবং পর্যটন ২০১২' নামক কর্মসূচী শুরু হয়। পর্যটকরা বসন্ত উত্সবকালে পেইচিং ভ্রমণ করে সুস্বাদু খাবার উপভোগ করেন। যদি আপনি চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি আহরণ করতে চান, তাহলে আপনি চীনের শান তুং প্রদেশের ছু ফুয়ে গিয়ে সেখানকার কুনফুসিয়াস কমপ্লেক্সসহ বসন্ত উত্সব উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী তত্পরতায় অংশ নিতে পারেন।–ওয়াং হাইমান/আবাম