|
বৃটেনের লন্ডন ও সুইডেনের স্টকহোমের প্রবাসী চীনারা, ইউরোপের পরমাণু গবেষণা কেন্দ্রের চীনা পণ্ডিত ও ছাত্রছাত্রী ফেডারেশন এবং মোজাম্বিকের চীনা সমিতি ও বতসোয়ানার চীনের শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ উন্নয়ন সমিতি সম্প্রতি পৃথক পৃথকভাবে ড্রাগণ বর্ষের বসন্ত উত্সবকে স্বাগত জানানোর জন্য নানা কর্মসূচির আয়োজন করে।
চীনের ড্রাগণ বর্ষের বসন্ত উত্সবের প্রাক্কালে লন্ডনের চায়না টাউনে হাজারেরও বেশি লাল লণ্ঠন লাগানো হয়েছে। অনেক দোকানপাট চীনের ঐতিহ্যগত প্রথা অনুসারে সুন্দর করে সাজানো হয়েছে।
২১ জানুয়ারি সুইডেনের প্রাচ্য জাদুঘর চীনের বসন্ত উত্সব উদযাপন সম্পর্কিত নানা কর্মসূচির আয়োজন করেছে। স্থানীয় প্রবাসী চীনারা সুইডেনের জনগণের সাথে ড্রাগন ও সিংহ নৃত্য পরিবেশন করেছেন। প্রাচ্য জাদুঘরে হস্ত লিপিশিল্প ও কাগজ কাটাসহ চীনের কিছু ঐতিহ্যগত সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা করেছে।
ইউরোপের পরমাণু গবেষণা কেন্দ্রের চীনা পণ্ডিত ও ছাত্রছাত্রী ফেডারেশন ২১ জানুয়ারি জেনেভায় সমবেত হয়ে ড্রাগণ বর্ষের বসন্ত উত্সব উদযাপন করেছেন। তাঁরা স্বদেশের দ্রুত উন্নয়ন দেখে উত্সাহিত বোধ করছেন। তার স্বদেশের সমৃদ্ধি ও শক্তিশালী এবং জনগণের সুখ-শান্তির কামনা করেছেন। (ইয়ু)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |