Web bengali.cri.cn   
বসন্ত উত্সব উপলক্ষে চীনা জনগণের প্রতি বান কি মুনের অভিনন্দন
  2012-01-22 20:06:56  cri

চীনের ঐতিহ্যবাহী উত্সব—ড্রাগণ বর্ষ বসন্ত উত্সব উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি মুন চীনা জনগণের প্রতি বসন্ত উত্সব উপলক্ষে এক অভিনন্দন বাণী পাঠিয়েছেন।

জাতিসংঘ ওয়েব-সাইটে প্রকাশিত এক ভিডিও বাণীতে বান কি মুন শুরুতেই স্পষ্ট উচ্চারণে চীনা ভাষায় 'শুভ বসন্ত উত্সব' বলেছেন। এর পর তিনি ইংরেজি ভাষায় বলেন, বসন্ত উত্সব হচ্ছে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের সম্মিলন ও পারষ্পরিক শুভেচ্ছা বিনিময়ের সময় এবং সব কিছু নতুন করে পরিবর্তনের ঋতু। ড্রাগণ বর্ষ সবাইকে জানিয়ে দেয়, আমাদের সংস্কার করার শক্তি ও সামর্থ আছে। নতুন বছরে সংকট কাটিয়ে ওঠা ও দারিদ্র্য বিমোচন এবং শান্তির মধ্যদিয়ে আমাদের মনের মত করে ভবিষ্যতকে গড়ে তোলা হবে।– ওয়াং হাইমান /আবাম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040