|
সোমবার উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় চলচ্চিত্র 'বডিগার্ডস এন্ড অ্যাসাসিনস্'। রাত ৮টায় প্রদর্শন করা হয় 'লস্ট অন দা জার্নি' নামের চলচ্চিত্র।
উৎসবের তৃতীয় দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র 'দ্য মেসেজ' ও রাত ৮টায় দেখানো হয় চলচ্চিত্র 'ওয়ানস আপন অ্যা টাইম ইন চায়না- থ্রি' চলচ্চিত্র।
১২ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব, দেখানো হবে আরো চারটি ছবি।
রোববার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবটি যৌথভাবে আয়োজন করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |