|
সম্প্রতি দু'দিনব্যাপী চীনের বাণিজ্য কর্ম সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চীনের বাণিজ্যমন্ত্রী চেন দে মিং বলেছেন, এ বছর 'সক্রিয়ভাবে শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের অধিবাসীদের ভোগের পরিমাণ বাড়ানো' আর 'বৈদেশিক বাণিজ্য নীতির স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখা' হবে চীনের বাণিজ্য কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ বিষয়।
বাণিজ্যমন্ত্রী চেন দে মিং গত বছর চীনের বাণিজ্য কর্ম পর্যালোচনা করার সময় বলেন, ২০১১ সালে চীনের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের অধিবাসীদের ভোগের পরিমাণের দিক থেকে একটানা অপেক্ষাকৃত দ্রুত বৃদ্ধি বজায় রয়েছে। অনুমান করা হচ্ছে, তা ১৮ ট্রিলিয়ন ইউয়ান হতে পারে এবং আগের বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি পাবে। চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ অপেক্ষাকৃত দ্রুত বেড়েছে। মনে করা হচ্ছে, ২০১১ সালে চীনের আমদানি ও রপ্তানীর মোট পরিমাণ ৩.৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে, যা আগের বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ২০ শতাংশেরও বেশি হবে। এর পাশাপাশি চীনে বিদেশী পুঁজি বিনিয়োগের গুণগত মানের সার্বিক উন্নতি হয়েছে। ২০১১ সালের প্রথম ১১ মাসে বিনিয়েগকৃত বিদেশী পুঁজির পরিমাণ ছিল ১০৩.৮ বিলিয়ন মার্কিন ডলার, তা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.২ শতাংশ বেড়েছে।
চেন দে মিং বলেন, এ বছর চীন শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের অধিবাসীদের সঞ্চালন ব্যবস্থা প্রতিষ্ঠা দ্রুততর করার কাজকে অব্যাহত রাখবে। তিনি বলেন, 'গ্রামাঞ্চলে ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি বিক্রি আর পুরানো বৈদ্যুতিক যন্ত্রপাতির বিনিময়ে নতুন বৈদ্যুতিক যন্ত্রপাতি কেনার নতুন অভিজ্ঞতার সারসংকলন করবে এবং যথাযথ সময়ে এ সংক্রান্ত একটি নীতি প্রণয়নের ব্যাপারে গবেষণা চালাবে। একই সাথে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত পণ্য ভোগ সংক্রান্ত সহায়ক নীতিমালার ওপরও পরীক্ষা নিরীক্ষা চালাবে। এ ছাড়াও এ বছর বর্জ্য ও পুরানো পণ্যের প্রত্যাবর্তন ও পুনর্ব্যবহারের মান উন্নত করবে।'
চেন দে মিং আরো বলেন, এ বছর রপ্তানী ক্ষেত্রের স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখার প্রচেষ্টা চালানো হবে। তিনি বলেন, 'প্রক্রিয়াকরণ বাণিজ্যের উন্নয়ন ও রূপান্তরের বিকাশ ঘটানো হবে। প্রক্রিয়াকরণ বাণিজ্যকে চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলে স্থানান্তর করা হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ ঐতিহ্যগত বাজারকে সুসংবদ্ধকরণ এবং নতুন বাজার অন্বেষণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। ঐতিহ্যগত পণ্যের প্রতিদ্বন্দ্বিতার প্রাধান্যকে সুসংবদ্ধ করা হবে, উচ্চ প্রযুক্তি ও উচ্চ মূল্যের পণ্য রপ্তানীর ক্ষেত্র সম্প্রসারণ এবং কৌশলগত নতুন শিল্পের আন্তর্জাতিকীকরণকে দ্রুততর করা হবে।'
চেন দে মিং জোর দিয়ে বলেন, এ বছর জোরালোভাবে বিদেশী পুঁজি প্রয়োগের গুণগত মান উন্নত করা হবে। তিনি আরো বলেন, 'কার্যকর পরিচালন ব্যবস্থা উদ্ভাবন করার পাশাপাশি সেবার গুণগত মান উন্নত করা হবে। বিদেশী পুঁজি আকর্ষণের প্রশাসনিক অনুমোদন দেয়ার পদ্ধতি সহজতর করা হবে। একই সাথে বিদেশী পুঁজি মূল্যায়ণ ব্যবস্থার দিকটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হবে। সর্বোপরি উন্মুক্ত ও প্রকাশ্য এবং প্রতিদ্বন্দ্বিতার ন্যায়সংগত নীতি কার্যকরের সাথে সাথে বাজার ও আইনগত পরিবেশও সৃষ্টি করা হবে।'
চেন দে মিং জোর দিয়ে বলেন, এ বছর আরো সতর্কতার সাথে আন্তর্জাতিক ক্ষেত্রের বাণিজ্যিক পরিস্থিতি মোকাবিলা এবং বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করা হবে। (ইয়ু / আবাম)
| ||||
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |