"মহা প্রাচীরে ওঠা, নিষিদ্ধ নগরে ভ্রমণ করা, পেইচিং হাঁস খাওয়া এবং সিল্ক মার্কেটে শপিং করা" হল অধিকাংশ পর্যটকের পেইচিংয়ে ভ্রমণের অতি প্রয়োজনীয় কাজ।
সিল্ক মার্কেট ১৯৮০সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালের ১৯ মার্চ সিল্ক মার্কেট পুনর্গঠিত হয়। চীনের জাতীয় বৈশিষ্ট্যমন্ডিত পণ্যদ্রব্য, যেমন চীনের ঐতিহ্যবাহী পোষাক, সিল্ক, মুক্তা, শিল্পসামগ্রী ইত্যাদি এখানে বিক্রী হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও তাঁদের স্ত্রী এবং বিভিন্ন বিশ্ববিখ্যাত্ সংস্কৃতি ও ক্রীড়া তারকা ও ব্যক্তিত্ব এখানে এসেছিলেন। সিল্ক মার্কেট হল বিদেশীদের জন্য চীনের প্রথম বাজার। (ছাই ইউয়ে)