Web bengali.cri.cn   
শ্রমজীবী পরিবারের ছেলেমেয়েদের যত্নে সেবাকেন্দ্র
  2011-11-11 20:04:35  cri

চীনের অনেক গ্রামীণ শ্রমজীবী শহরে এসে কাজ করেন। তাদের অনেকে ছেলে-মেয়েদেরকে নিজেদের কাছে এনে শহরের স্কুলে ভর্তি করান। এটি একটি ভাল ব্যাপার। তবে নিত্যদিন বেশি কাজ জমে থাকার কারণে ছেলে-মেয়েদের প্রতি তাঁদের যত্ন নেয়ার সময় খুবই কম হয়। ফলে কিছু কিছু ছেলে-মেয়ে স্কুলের ক্লাস শেষে বাড়ির কাজ না করে সোজা বাইরে খেলাধুলা বা নেটক্যাফে চলে যায়। তারা যাতে 'সমস্যা-শিশু' না হয় সেজন্য চীনের নান চিং শহরের ছিন হুয়াই জেলার হুং হুয়া সড়ক অফিস এক উপযুক্ত উপায় বের করেছে। এটা হলো বাইরে আসা শ্রমজীবীদের ছেলে-মেয়েদের জন্য সেবাকেন্দ্র পরিচালনা করা। 'শহরের নতুন অধিবাসীদের' ছেলে-মেয়েদের সেবাকেন্দ্র নামের এমন সেবাকেন্দ্রে রয়েছে তাদের জন্য ধারাবাহিক বাধ্যতামূলক সেবাপ্রদান ব্যবস্থা। আজকের 'চীনের স্বেচ্ছাসেবক-এক' অনুষ্ঠানে আপনাদেরকে নান চিং শহরের ছিন হুয়াই জেলার হুং হুয়া সড়ক অফিসের গল্প শোনাবো।

নান চিং শহরের দক্ষিণ-পূবে ছিন হুয়াই জেলা অবস্থিত। এখানে ভ্রাম্যমাণ লোক প্রচুর। হুং হুয়া সড়ক ছিন হুয়াই জেলার সবচেয়ে দক্ষিণে অবস্থিত বলে বাইরে আসা সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবীরা এখানে বাস করেন। এখানকার জনসংখ্যা মোট জনসংখ্যার ৫৫.৮৮ শতাংশ। শ্রমজীবীদের অধিকাংশই আন হুই, সি ছুয়ান ও সু পেই অঞ্চল থেকে আগত। তাদের পরিবারের অবস্থা সাধারণত দুর্বল। ছিন হুয়াই জেলা ও হুং হুয়া সড়ক অফিসের যৌথ উদ্যোগে ২০০৭ সালে 'নতুন শহরের অধিবাসীদের ছেলে-মেয়েদের সেবাকেন্দ্র' স্থাপন করা হয়। তাদের সেবা এখানকার অধিবাসীদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এ সেবাকেন্দ্রকে 'আমাদের ছেলে-মেয়েদের ক্লাব' বলে অভিহিত করা হয়।

তাছাড়া এ কেন্দ্র সমাজের বিভিন্ন সূত্র থেকে অর্থ সংগ্রহ করে শহরের নতুন ছেলে-মেয়েদের তহবিল গঠন করেছে।

হুং হুয়া সড়ক অফিসের সম্পাদক ছেং চুন সংবাদমাধ্যমকে বলেন, শহরের নতুন ছেলে-মেয়েদের সেবাকেন্দ্রের কারণে শ্রমজীবী ও তাদের ছেলে-মেয়ের জন্য তিনটি পরিবর্তন সাধিত হয়েছে। প্রথমত, তারা অতিথি থেকে মালিকে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, তাদের জীবন সুখী জীবনে পরিণত হয়েছে। তৃতীয়ত, কল্যাণ কেবল বছরের শেষ দিক থেকে সারা বছরে বিস্তৃত হয়েছে। আগে তাদেরকে শুধু বছরের শেষ দিকে কল্যাণ ভর্তুকি দেয়া হতো। কিন্তু এখন তারা সারা বছর কল্যাণমূলক সেবা পায়।

এ কেন্দ্র প্রতিষ্ঠার ৪ বছরে স্থানীয় সরকার ও শহরের নতুন অধিবাসীদের মধ্যে একটা সুষ্ঠু যোগাযোগ প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে তাদের সত্যিকার 'নিজ ঘরে' থাকার অনুভূতি হয়েছে।

চৌদ্দ বছর বয়সী লিয়াং ইয়ুয়ে ইয়ুং চীনের আন হুই প্রদেশের একজন অধিবাসী। তার মা-বাবা নান চিংয়ে একটি নুডলস্ দোকান চালান। নুডলস তৈরি যন্ত্রে ছোটবেলায় লিয়াং ইয়ুয়ে ইয়ুংয়ের আঙ্গুল ভেঙে যায়। তাই স্কুলে সে সবসময় খুব কম কথা বলে। শহরের নতুন ছেলে-মেয়েদের সেবাকেন্দ্র প্রতিষ্ঠার পর সে এখানকার কার্যক্রমে অংশ নেয়। এখন তার অনেক বন্ধু হয়েছে। কেন্দ্রে আমাদের সংবাদদাতা তাঁর সাথে দেখার সময় লিয়াং ইয়ুয়ে ইয়ুং শব্দ লিখছিল। একজন শিক্ষক সংবাদদাতাকে জানান, লেখাপড়ার পাশাপাশি সে বাস্কেটবল খেলে।

চার বছরে এ কেন্দ্রে সত্যিকার লক্ষণীয় ফলাফল অর্জিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির যুবলিগের চিয়াং সু প্রাদেশিক উপ-সম্পাদক শেন হাই পিন আমাদের সংবাদদাতার কাছে এ প্রদেশে আসা শ্রমজীবীদের ছেলে-মেয়েদের যত্ন নেয়া ও স্বেচ্ছাসেবক দল গঠনকাজের উন্নয়ন কর্মসূচি ব্যাখ্যা করেন। (উর্মী/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040