Web bengali.cri.cn   
"চীনের স্বেচ্ছাসেবক সিরিয়া ৭"--- লিওনিন যুব লীগের 'হাজার কথা ও হাজার অনুসন্ধান' স্বপ্ন পূরণের অভিযান
  2011-11-10 19:57:54  cri
যদি আল্লাহ তোমার জন্য একটি স্বপ্ন পূরণ করতে পারেন তাহলে তোমার আকাঙ্ক্ষিত স্বপ্ন কী? ১২ বছর বয়স্ক কিশোরী ছেই ইও ইয়ানের আশা-আকাংক্ষা কার্ডে লেখা আছে: " তার আশা-আকাংক্ষা হল: একটি সাইকেল পাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব তার স্কুলের সময় শেষ করা , স্কুলের পর অল্প সময়ের মধ্যে বাসায় ফিরে গিয়ে মাকে সাহায্য করা ও দাদীকে দেখাশুনা করা।"

সে লিওনিন প্রদেশের ফাখু জেলায় বসবাস করে। এখন সে এই জেলার ইনিউবু স্কুলের পঞ্চম শ্রেনীতে পড়ে। শিক্ষকদের চোখে সে একজন সরল, দয়ালু মেয়ে। পড়াশুনায় সে বেশ ভাল। তার বাসায় মোট চারজন লোক। দাদীর শরীর ভাল না। তার মাও মানসিক রোগে আক্রান্ত । তার বাবা বাইরে চাকরি খুঁজতে গেছেন। তার ক্লাসে তার পরিবারের অবস্থা সবচেয়ে খারাপ। তবে স্কুলে সে অন্যান্য ছাত্র-ছাত্রীর চেয়ে আরও বেশী আত্মবিশ্বাসী । তার স্বপ্ন কেবলমাত্র 'একটি সাইকেল পাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব তার স্কুলের জীবন শেষ করা' ইত্যাদি। অনেকের পক্ষে তার আশা-আকাংক্ষা কিছুই নয়। কিন্তু তার পক্ষে এই স্বপ্ন বাস্তবায়ন করা বেশ কঠিন।

ছেই ইও ইয়ানের আশা-আকাংক্ষা কার্ডে লেখা আশা-আকাংক্ষা বেশ কিছু কৃষক শ্রমিদের ছেলে-মেয়ের মনের আন্তরিক ইচ্ছার প্রকাশ । 'স্বপ্ন পূরণ ওয়েবসাইট' হল লিওনিন প্রদেশের যুব লীগের চালানো 'হাজার কথা হাজার অনুসন্ধান' নামক কর্মসূচীগুলোর অন্যতম । এই কর্মসূচীর উদ্দেশ্য হল, 'হাজার কথার স্বপ্ন ও হাজার স্বপ্ন' পূনের মর্ম বাস্তবায়িত হওয়া।এই কর্মসূচী হল লিওনিন প্রদেশে চালানো ' ভালভাসা প্রকল্পের' একটি গুরুত্বর্পূণ ট্রেডর্মাক প্রকল্প। 'হাজার কথা' মানে প্রতি কৃষক শ্রমিকের ছেলে-মেয়ের বিস্তারিত ও বাস্তব চাহিদা। ' হাজার অনুসন্ধ্যান' মানে সমাজে শিল্প প্রতিষ্ঠান, তথ্যমাধ্যম ও সামাজিক সংগঠন অথবা ব্যক্তি লক্যাণের অংশীদার হিসেবে খুঁজে বের করা। কৃষক শ্রমিকদের ছেলে-মেয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি বড় আকারের অভিযান। বতর্মানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সমাজের বিভিন্ন সংগঠন এবং তথ্য মাধ্যম এই কাজে যোগ দিয়েছে।

লিওনিন প্রদেশের যুব স্বেচ্ছাসেবক সমিতির স্থায়ী উপ মহা সচিব ই ছেন নিয়ে এই কর্মসূচীর আয়োজক ও পরিচালক। তিনি বলেন, এই তাত্পর্যপূর্ণ কাজের মাধ্যমে অনেক কৃষক শ্রমিকের ছেলে-মেয়ের সমাজের সঙ্গে মিশে যাওয়ার আশা-আকাংক্ষা বাস্তবায়িত হয়েছে। কৃষক শ্রমিকের ছেলে-মেয়েদেরকে সাহায্য দেয়া ' হাজার কথা হাজার অনুসন্ধান' প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

কৃষক শ্রমিকদের ছেলে-মেয়ে 'হাজার কথা ও হাজার অনুসন্ধ্যান' কর্মসুচীর প্রধান অঙ্গ।

'হাজার কথা ও হাজার অনুসন্ধ্যান ' কর্মসূচীতে মি: ডং ফাং ইউয়ানের প্রধান দায়িত্ব হল স্বেচ্ছাসেবকদের কাজ সমন্বয় ও সংগঠন করা। এর পাশাপাশি তিনি নিজেও একজন স্বেচ্ছাসেবক। তিনি বলেন, প্রথম থেকেই এই কাজ সমাজের বিভিন্ন মহলের সমর্থন পেয়েছে। অনেক লোক স্বেচ্ছাসেবক কাজে ঝাঁপিয়ে পড়েছেন।

এত বেশী স্বেচ্ছাসেবক ' হাজার কথা ও হাজার অনুসন্ধ্যাণ' কর্মসূচীতে যোগ দিয়েছেন তা প্রত্যাশার বাইরে হয়েছে। অনেক লোক সরাসরি টেলিফোযোগে এই কর্মসূচীতে অংশ গ্রহণের আশা প্রকাশ করেছেন।

' হাজার কথা হাজার অনুসন্ধান ' স্বপ্ন পূরণের সাক্ষাত্কার নেয়ার সময় আমাদের সংবাদদাতারা অনেক স্বেচ্ছাসেবকের সঙ্গে যোগাযোগ করেছেন। সি মিন তাদের মধ্যে একজন। গেল গ্রীষ্মের ছুটির দিনগুলোতে তিনি ও তার স্বামী এই প্রকল্পে অংশ নিয়েছেন। তিনি বলেন, আগে তিনি মনে করতেন যে, কেবল যারা ধনী তারা জনকল্যাণকর কাজে অংশ নিতে পারে। যখন আমি অন্য স্বেচ্ছাসেবকের সঙ্গে যোগাযোগ করি তখন আমি বুঝতে পেরেছি, তার সবাই সাধারণ মানুষ। স্কুল বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রছাত্রীরাও এই তত্পরতায় অংশ নিয়েছেন। তিনি বলেন, আসলে সে সব কৃষক শ্রমিকের ছেলে-মেয়েদের আশা-আকাংক্ষা খুব ছোট। তাদের জন্য অল্প কিছু অবদান রাখতে পারছেন বলে তিনি আনন্দিত।

লক্ষ্য করা গেছে, এ সব ছেলে-মেয়ের স্বপ্ন এত ছোট তা কল্পনা করা যায় না। একটি বইয়ের ব্যাগ, একটি কলম অথবা একটি রূপকথার বই, পাতাল রেলগাড়িতে এক বার চড়া তাদের পক্ষে একটি বিলাসিতার ব্যাপার। । তারা উপলব্ধি করেছে, তাদের বাবা মা তাদের জন্য খুব কষ্ট করছেন । লিওয়ান প্রদেশের যুব লীগের উত্থাপিত এই তত্পরতার মাধ্যমে এ সব কৃষক শ্রমিকের ছেলে-মেয়েরা তাদের প্রতি সমাজের যত্ন অনুভব করছে। তারা সাংবাদিকদের বলে, ভবিষ্যতে তারা তাদের অর্জিত জ্ঞান দিয়ে সমাজের সেবা করবে।

অনেক স্বেচ্ছাসেবক এ ধরনের তত্পরতা থেকে অনেক কিছু শিখেছেন। সমাজের প্রতি তাদের দায়িত্বও জোরদার করা হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে তারা সক্রিয়ভাবে এ ধরনের গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040