চীনের যুব স্বেচ্ছাসেবক সমিতির মৌলিক কতর্ব্য
2011-11-10 19:51:29 cri
চীনের যুব স্বেচ্ছাসেবক সমিতির মৌলিক কতর্ব্য হলো সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির উন্নয়নে সুষ্ঠু সামাজিক পরিবেশ সৃষ্টি করার জন্য রীতিনীতি ও মানুষের মধ্যকার সম্পর্ক উন্নত করা; সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি যাতে উন্নয়নের সঙ্গে খাপ খায় সেজন্য যুব স্বেচ্ছাসেবা ব্যবস্থা ও বহুমুখী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গঠন ও তার সম্পূর্ণতাকে এগিয়ে নেওয়া; যুবক-যুবতীদের নাগরিক দৃষ্টিভঙ্গি ও উত্সর্গ-চেতনা উন্নত করা, তাদের সেবামূলক দক্ষতা তৈরি করা ও সুস্থ শারীরিক বৃদ্ধি নিশ্চিত করা; শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের উন্নয়ন, আবাসিক এলাকা গঠন এবং দারিদ্র বিমোচন, ত্রাণ ও উদ্ধারকাজসহ নানা ধরনের কল্যাণকর তত্পরতার ক্ষেত্রে স্বেচ্ছাসেবা প্রদান করা; সমাজের বিশেষ অসুবিধায় পড়া সদস্যদের জন্য সেবা প্রদান করা; যুব স্বেচ্ছাসেবা কার্যক্রম সংগঠন করা এবং দেশের বিভিন্ন জায়গায় যুব স্বেচ্ছাসেবকদের আয়োজিত নানা রকমের কাজ সমন্বয় ও পরিচালনা করা; যুব স্বেচ্ছাসেবকদের তৈরি করা; এবং দেশ-বিদেশের স্বেচ্ছাসেবক সংস্থা ও সংগঠনের মধ্যে আদান-প্রদানের আয়োজন করা।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা