Web bengali.cri.cn   
চীনের যুব স্বেচ্ছাসেবক সমিতির কর্মের রূপরেখা
  2011-11-10 13:21:32  cri

১৯৯৩ সালে চীনের কমিউনিস্ট পার্টির যুব লীগের কেন্দ্রীয় কমিটির আহ্বানে চীনের যুব স্বেচ্ছাসেবা ব্রত উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হয়েছে। ৪০ কোটি পার্সন টাইমস যুবক সামাজিক ক্ষেত্রে ৮৩০ কোটি ঘন্টা স্বেচ্ছাসেবা দিয়েছেন। তাঁরা দারিদ্র বিমোচন, কমিউনিটি গঠন, পরিবেশ সংরক্ষণ, বিশাল আকারের কর্মসূচি, জরুরি উদ্ধার ও বিদেশে সেবা প্রদানসহ নানা ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করেছেন, আর্থ-সামাজিক উন্নয়ন আর সুষম সামাজিক অবস্থান জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছেন। এখন দারিদ্র বিমোচন রিলে পরিকল্পনা, পশ্চিম চীন পরিকল্পনা, বৈদেশিক সেবা পরিকল্পনা, অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবা, ভূমিকম্পের পর উদ্ধার বিষয়ক স্বেচ্ছাসেবা এবং কমিউনিটির সুষম কর্মসূচীর আয়োজন ও কৃষক শ্রমিকদের ছেলেমেয়েদের যত্ন নেয়া বিষয়ক স্বেচ্ছাসেবা অভিযানসহ নানা প্রকল্প দেশে-বিদেশে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে।

১। কমিউনিস্ট পার্টির যুব লীগ আয়োজিত কৃষক শ্রমিকদের ছেলেমেয়েদের যত্ন নেয়া স্বেচ্ছাসেবা কর্মসূচি

২০১০ সালের মে মাসে যুব লীগের কেন্দ্রীয় কমিটি 'কৃষক শ্রমিকদের ছেলেমেয়েদের যত্ন নেয়া স্বেচ্ছাসেবা কর্মসূচি' কার্যকর করে। এ কর্মসূচি চালু হওয়ার এক বছরে ২৭০০টিরও বেশি জেলায় ৬০ লাখেরও বেশি কৃষক শ্রমিকদের ছেলেমেয়েকে সাহায্য করেছে। যুব লীগ বিভিন্ন শ্রেণীর সংস্থা, যুব স্বেচ্ছাসেবক সংস্থাসহ ২৮ হাজার স্কুলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তাঁরা চীনের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে ব্যাপকভাবে কৃষক শ্রমিকদের ছেলেমেয়েকে লেখাপড়ায় সাহায্য, মমতা সহকারে সঙ্গে থাকা, শহুরে জীবন অনুভব করা, আত্মরক্ষার প্রশিক্ষণ এবং ভালোবাসা প্রদানসহ নানা ধরনের স্বেচ্ছাসেবা করেছেন। এর মধ্য দিয়ে কৃষক শ্রমিকদের ছেলেমেয়েকে বাস্তবিক সহায়তা দিয়েছেন।

২। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পশ্চিম চীনে স্বেচ্ছাসেবা পরিকল্পনা

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুসারে চীনের কমিউনিস্ট পার্টির যুব লীগের কেন্দ্রীয় কমিটি চীনের শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তাবিধান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পশ্চিম চীনে স্বেচ্ছাসেবা পরিকল্পনা চালু করেছে। প্রতি বছর প্রকাশ্যে নিয়োগ করা, স্বেচ্ছায় নাম তালিকাভুক্ত করা, সাংগঠনিকভাবে নির্বাচন করা আর কেন্দ্রীভূত পাঠানোর পদ্ধতিতে চীনের পশ্চিমাঞ্চলে ১ থেকে ৩ বছর পর্যন্ত স্বেচ্ছাসেবা কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ছাত্রছাত্রীদেরকে পাঠানো হয়। ২০০৩ সাল থেকে এ পরিকল্পনা চালু হওয়ার পর আট বছরে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের যথাসাধ্য সমর্থনে চীনের ১০০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৫ লাখেরও বেশি ছাত্রছাত্রী এ পরিকল্পনায় তাদের নাম তালিকাভুক্ত করেছেন। পশ্চিম চীনে ইতোমধ্যেই ১ লাখেরও বেশি ছাত্রছাত্রীকে পাঠানো হয়েছে।

৩। চীনের যুব স্বেচ্ছাসেবকদের বৈদেশিক সেবা পরিকল্পনা

২০০২ সালের মে মাসে চীনের যুব লীগের কেন্দ্রীয় কমিটি, চীনের যুব স্বেচ্ছাসেবক সমিতি চীনের যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে বৈদেশিক সেবা পরিকল্পনা কার্যকর করে। সে সালে পাঁচ জন যুব স্বেচ্ছাসেবককে লাওসে সেবা করার জন্য পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে চীনের যুব স্বেচ্ছাসেবা ব্রতের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন পর্যন্ত চীন পর পর ৪৯১ জন চীনা যুব স্বেচ্ছাসেবককে এশিয়ার লাওস, মিয়ানমার ও থাইল্যান্ড, আফ্রিকার ইথিওপিয়া, জিম্বাবুয়ে, সিচেলস, তিউনিসিয়া, মরিসাস ও ল্যাটিন আমেরিকার গাইয়েনাসহ বিভিন্ন উন্নয়নশীল দেশে যুব স্বেচ্ছাসেবক পাঠিয়েছে। তাঁরা সে দেশগুলোতে ছয় মাস থেকে এক বছর মেয়াদী চীনা ভাষা শিক্ষাদান, চিকিত্সা, কৃষি প্রযুক্তি, ক্রিড়া, কম্পিউটার ও পেশাগত প্রশিক্ষণ, শিল্প প্রযুক্তি, আন্তর্জাতিক উদ্ধারসহ নানা ক্ষেত্রের স্বেচ্ছাসেবা দিয়েছেন।

৪। বিশাল আকারের কর্মসূচির স্বেচ্ছাসেবা

সাম্প্রতিক বছরগুলোতে বহু যুব স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে পেইচিং অলিম্পিক গেমস, শাংহাই বিশ্বমেলা, কুয়াংচৌ এশিয় গেমস এবং চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীসহ নানা নানা ধরনের বিশাল আকারের উদযাপনী অনুষ্ঠান বা আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করেছেন। ১৭ লাখ লোক পেইচিং অলিম্পিক গেমসে স্বেচ্ছাসেবার কাজ করেছেন। শাংহাই বিশ্বমেলা চলাকালে ২০ লাখেরও বেশি স্বেচ্ছাসেবক একটানা ১৮৩ দিনে ৭ কোটি ৩০ লাখ দর্শকদের আসাযাওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তা বিশ্বমেলার এক বিশেষ দৃশ্যে পরিণত হয়েছে। (ইয়ু / আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040