Web bengali.cri.cn   
যুব স্বেচ্ছাসেবক শু সিয়াও ইয়ান
  2011-11-07 19:27:13  cri

চীনে একদল যুব স্বেচ্ছাসেবক রয়েছে, যার অধিকাংশ সদস্যই স্নাতক ডিগ্রিধারী। এমন কি বেশ কিছু মাস্টারস ও ডক্টর ডিগ্রিধারীও রয়েছেন এ দলে। তারা যুবক, সচেতন ও বিজ্ঞান-প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ। তবে তাদের বিশেষ বৈশিষ্ট হলো তারা চীনের অনুন্নত পশ্চিমাঞ্চল এবং মাতৃভূমির সবচেয়ে গরিব অঞ্চলে সেবা দিতে ইচ্ছুক। এ দলে একজন মেয়ে সদস্য রয়েছেন। তার নাম শু সিয়াও ইয়ান। তিনি মধ্য চীনের শান তোং প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বড় হয়েছেন। কিন্তু তার ভাগ্য দূর সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের মু লেই জেলার সঙ্গে যুক্ত হয়ে গেছে।

শু সিয়াও ইয়ান যখন ছিং তা শহরে লেখাপড়া করছিলেন, তখন 'সিন চিয়াং, আমার জন্য অপেক্ষা করো' শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন। ছিং তাও এমন একটি সুন্দর উপকূলীয় শহর, যে সবাই সেখানে যেতে চান। কিন্তু শু সিয়াও ইয়ান এ প্রবন্ধ লিখেন, 'বাতাস-বালির পর বাতাস-বালি অতিক্রম করে আমি আমার মন যে প্রান্তে রেখে এসেছি, তার নাম সিন চিয়াং'।

দু হাজার পাঁচ সালে শু সিয়াও ইয়ান বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করেন। সে সময় তিনি ছিং তাও শহরে বেশ কয়েকটি ভালো চাকরি নেন এবং ছাড়েন। তারপর তিনি পশ্চিমাঞ্চলে স্নাতকদের স্বেচ্ছাসেবা সংক্রান্ত প্রকল্পে যোগ দেওয়ার আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন চিয়াংয়ের সেবাপ্রকল্পে মেয়েদের যোগদানের আবেদনে সাধারণত অনুমোদন দেয় না। সেজন্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তার কাছে তিনি বারবার নিজের ইচ্ছা প্রকাশ করেন। অবশেষে বিশ্ববিদ্যালয় তার আবেদন গ্রহণ করে। তিনি হন ওই বিশ্ববিদ্যালয়ের সে বছরের একমাত্র মেয়ে স্বেচ্ছাসেবক।

তখনকার সিদ্ধান্ত প্রসঙ্গ শু সিয়াও ইয়ান বলেন, 'আমি এ সিদ্ধান্তে কখনও অনুতাপ করিনি। অনেকে হয়ত আমার সিদ্ধান্তের মূল্য নিয়ে আন্দাজ করতে থাকবেন। কিন্তু আমি জানি যে, পশ্চিমাঞ্চলে সেবা সংক্রান্ত পরিকল্পনার একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার সিদ্ধান্তের মূল্য হবে আমার মতো স্বেচ্ছাসেবকের মাধ্যমে পশ্চিমাঞ্চলের ওপর অন্যদের সমর্থন ও নজর আকর্ষণ করা।'

দু হাজার ছ' সালের ২৫ জুলাই মাসে শু সিয়াও ইয়ান এক বছরের সেবায় সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের মু লেই জেলার সিচির উপজেলায় পৌঁছান। সিচির মু লেই জেলার ২৩ কিলোমিটার পশ্চিমাঞ্চলে অবস্থিত। এ উপজেলার অধীনে চারটি গ্রাম রয়েছে। উপজেলার আয়তন বেশি কিন্তু জনসংখ্যা কম; যেখানে-সেখানে পাহাড়ী পথ এবং যোগাযোগ খুব অসুবিধাজনক। খাওয়ার অভ্যাস ও ভাষার পার্থক্য তার প্রধান সমস্যায় পরিণত হয়। বাড়িতে নুডলস খেতেন না তিনি। কিন্তু সেখানে প্রতিদিন নুডলস খেতে হয় তাকে। একজন মেয়ে হিসেবে শু সিয়াও ইয়ান সুন্দর ও পরিস্কার হতে চান। কিন্তু এ পুরো উপজেলায় একটি মাত্র নদী আছে, যেটা সবার জন্য প্রয়োজনীয় সব ধরনের পানির উত্স। এ সম্পর্কে শু সিয়াও ইয়ান বলেন, 'খাওয়া ও গোসল করতে না পারা আমার জন্য কিছুই না। কিন্তু ভাষার কারণে প্রথম দিকে আমি এখানকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করতে এবং এমন কি কাজ করতে পারতাম না।'

উপজেলার ইয়ুথ লিগের সম্পাদক হিসেবে শু সিয়াও ইয়ানকে প্রতি সপ্তাহে বিভিন্ন গ্রাম পরিদর্শন করতে হয়। সিচির উপজেলা দীর্ঘ সময় থাকার পর তিনি মনে করেন যে, দৈনিক সাধারণ কাজ করা যথেষ্ট নয়। সেজন্য ২০০৬ সালে তিনি 'ওয়েবসাইটের মাধ্যমে সূর্যালোক কুড়ানো' শীর্ষক সংগঠন গড়ে তোলেন। এ সংগঠনের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, 'শিশুরা দেশের ভবিষ্যত্। কিন্তু সিচির উপজেলায় অনেক শিশু পেট ভরে খেতে পারে না। এমন কি লেখাপড়ার খরচ বহন করতে পারে না। আমি তাদেরকে সাহায্য করতে চাই। কিন্তু আমার ব্যক্তিগত সামর্থ্য খুব সীমাবদ্ধ। সেজন্য আমি ওয়েবসাইটের মাধ্যমে আহ্বান জানিয়েছি, যাতে আরও মানুষ সে গরিব শিশুদের ওপর নজর রাখে।'

'ওয়েবসাইটের মাধ্যমে সূর্যালোক কুড়ানো' শীর্ষক সংগঠন গড়ে তোলার পরপরই তা নেট-নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে। শু সিয়াও ইয়ানসহ এ সংগঠনের কর্মীদের প্রচেষ্টায় সিচির উপজেলার ৬জন গরিব ছাত্রছাত্রী দীর্ঘকাল ধরে অর্থসাহায্য পায়। এছাড়া, এ সংগঠন গরীব ছাত্র-ছাত্রীদের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো নতুন ও পুরোনো কাপড়-চোপড় এবং বইসহ বিভিন্ন সামগ্রীও গ্রহণ ও বিতরণ করে।

কুলি নামের একজন ছাত্রী এ সংগঠন থেকে সহায়তা পেয়েছে। কুলি কাজাক জাতির মেয়ে। বাবা-মা কারোরই স্বাস্থ্য ভালো না। তাছাড়া তার রয়েছে একটি প্রতিবন্ধী বড় ভাই। 'ওয়েবসাইটের মাধ্যমে সূর্যালোক কুড়ানো' শীর্ষক সংগঠনের অর্থ সাহায্যে কুলি ভালোভাবে মাধ্যমিক স্কুলের লেখাপড়া শেষ করেছে।

শু সিয়াও ইয়ান সিন চিয়াংকে খুব ভালোবাসেন। এ কারণে এক বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি মেয়াদ বাড়ানোর আবেদন করেন। কিন্তু প্রক্রিয়াগত কারণে তিনি সিন চিয়াং ছাড়তে বাধ্য হন।

জন্মস্থান শান তোংয়ে ফিরে আসার পর শু সিয়াও ইয়ান চিবো বেতারে যোগ দেন। ভালো কাজের জন্য টানা দুবছর পুরস্কার পান। তবুও শু সিয়াও ইয়ান এক মিনিটেও সিন চিয়াংকে ভুলতে পারেন না। তিনি পর্যায়ক্রমে 'সিন চিয়াংয়ের কথা মনে পড়ে', 'সিন চিয়াংয়ের গ্রীষ্মকালের কথা মনে পড়ে', 'সিন চিয়াং-তোমার জন্য ভালোবাসা আমার চিন্তার বাইরে' এবং 'সেখানকার শিশুদের কথা মনে পড়ে'সহ অনেক প্রবন্ধ লিখেন। এসব প্রবন্ধ যখন ছাপা হয়, তখন চীনের কমিউনিস্ট পার্টির সিন চিয়াংয়ের মু লেই জেলার সম্পাদক ইয়াও চিয়ান কোনও এক কাজে শানতোং প্রদেশ সফরে যান। শু সিয়াও ইয়ানের প্রবন্ধগুলো পড়ে তিনি ভীষণ মুগ্ধ হন। তার উদ্যোগে আয়োজিত এক বিশেষ আলোচনাসভায় মু লেই জেলার কর্তৃপক্ষ শু সিয়াও ইয়ানকে জেলায় ফেরার আমন্ত্রণ জানায়।

গত বছরের প্রথম দিকে শু সিয়াও ইয়ান শান তোংয়ের আরামজনক চাকরি ছেড়ে মু লেই জেলায় ফিরে যান। তাঁর মতো স্বেচ্ছাসেবকদের উত্সাহে চলতি বছর মোট ২৫০০জন সিন চিয়াংয়ে সেবা করতে যান। পশ্চিমাঞ্চলে সেবা সংক্রান্ত পরিকল্পায় এ সংখ্যা সিন চিয়াংয়ে সর্বোচ্চ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040