এবছর হচ্ছে চীন আন্তর্জাতিক বেতারের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সিআরআই এর শ্রোতাসংঘগুলো নানা ধরনের উদযাপনী অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের 'সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব' নিজ উদ্যোগে নানা বর্ণাঢ্য কর্মসূচি পালন করে যাচ্ছে। আগামী ১৫ জুলাই বন্দর নগরী চট্টগ্রামে দিনব্যাপী এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৯টায় চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সাবেক বিদেশি ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, বর্তমান বিশেষজ্ঞ আবাম ছালাহউদ্দিন এবং সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবালসহ অন্যান্য অতিথিরা ৭০টি বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এর পর শুরু হবে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় দুশ' শিক্ষার্থীর মধ্যে বিশেষ চিত্রাংকন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা। বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে। বিকেল ৩টায় আলোচনা সভা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সৈয়দা শাম্মী আরা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইয়াং ওয়েই মিং স্বর্ণা আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহিউদ্দিন তাহের, আবাম ছালাহউদ্দিন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম (ভাণ্ডার) পাহাড়তলী কেন্দ্রের সহকারী আঞ্চলিক প্রকৌশলী মো. আবু তাহের রায়হান এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত মাসিক পত্রিকা 'বিশ্ব বন্ধন'-এর প্রকাশক ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ শুভেচ্ছা স্বাক্ষর অভিযানে স্বাক্ষর করবেন অতিথিরা। তারপর তার চীনের বিশেষ চিত্র প্রদর্শনী গ্যালারি পরিদর্শন করবেন। বাংলাদেশের বিভিন্ন জেলার শ্রোতাবন্ধুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১১০৫৪৯৮৫ বা ০১৮১৪২৭৮৩৪৩ ফোন নম্বরে।